বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


জাপানের উপর দিয়ে উত্তর কোরীয়ার ক্ষেপনাস্ত্র নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা নিয়ে কোরীয় উপদ্বীপের উত্তেজনা নতুন কিছু নয়। এবার তার সঙ্গে যোগ হলো নতুন উপসর্গ। জাপানের ভূমির উপর দিয়েই ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। ক্ষেপনাস্ত্রটি জাপানের আকাশ সীমা অতিক্রম করে সাগরে যেয়ে পড়েছে।

আজ সকালে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

জাপানের কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দেয়ার কোনো চেষ্টা করে নি। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ঘটনাকে 'নজিরবিহীন হুমকি' বলে বর্ণনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে একটা হুমকি থাকলেও গত আট বছরে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে উড়ে গেল এটি।

এর আগে গত শুক্র ও শনিবার তিনটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

জাপানের আকাশসীমা দিয়ে ক্ষেপণাস্ত্র অতিক্রমের এ ঘটনায় দেশটির উত্তরাঞ্চলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘এটা একটা ভয়ানক কর্মকাণ্ড ও নজিরবিহীন ঘটনা। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ওপর বিশাল হুমকি’।

তিনি বলেছেন জাপানের নাগরিকদের সুরক্ষায় তাঁর সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি পূর্বদিকের একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এরপর এটি জাপানের আকাশের ওপর দিয়ে উত্তর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।


সম্পর্কিত খবর