শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার আহবান খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নতুন করে রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর হত্যা- নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সম্প্রতি জাতিসংঘ গঠিত আনান কমিশনের সুপরিশ প্রকাশের পরপরই মায়ানমারের সেনাবাহিনী কিছু অজুহাত সৃষ্টি করে গত কয়েকদিনে শতাধিক রোহিঙ্গা মুসলমানকে হত্যা করে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। মিয়ানমারের সেনাবাহিনীর পাশবিক নির্যাতন ও অত্যাচারের কারণে প্রাণ নিয়ে পলায়নপর সাধারণ রোহিঙ্গাদের উপর সেদেশের বিজিপি গুলি চালিয়ে তাদের হত্যা করছে।

নেতৃদ্বয় বলেন, অন্যদিকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেয়া হচ্ছে না। এ অবস্থায় সে মানুষগুলো কোথায় যাবে? বহু রোহিঙ্গা মুসলমান অসহায় নারী পুরুষ শিশু নাফ নদীতে ভেসে আছে। মিয়ানমার সরকার ও সেনাবাহিনী রোহিঙ্গা মুলমানদের বিতরণের নামে রাখাইন রাজ্যে এক অমানবিক অবস্থার সৃষ্টি করেছে। রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকার ও সেনাবহিনীর নির্যাতনে আরাকান তথা রাখাইন রাজ্যে ও নাফ নদীর তীরবর্তী এলাকায় এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে মিয়ানমার সরকার ও সেনাবহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের উপর পরিচালিত জাতিগত নির্মুল অভিযান অবিলম্বে বন্ধের দাবী জানান এবং জাতিসংঘ, ওআইসসহ বিশ্বসংস্থা ও বিশ্ববাসীকে রোহিঙ্গাদের উপর পরিচালিত এ ভয়াবহ নির্যতন বন্ধে চাপ প্রয়োগের আহবান জানান। একই সাথে  প্রাণ রক্ষার্থে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দানের জন্যে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ