সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

দারুল উলুম দেওবন্দে ইংরেজি বিভাগের বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী, দারুল উলুম দেওবন্দ, ভারত

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ইংরেজি বিভাগের উদ্যোগে প্রতিবছরের মতো এবার অনুষ্ঠিত হলো ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা৷

আজ শনিবার দারুল উলুম দেওবন্দে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় ‘ইসলামের প্রচার প্রসারে ইংরেজির প্রয়োজনীয়তা’ বিষয় নির্ধারণ করা হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেওবন্দের ইংরেজি ডিপার্টমেন্টের সকল ছাত্ররা৷

প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের ইংরেজি ডিপার্টমেন্টের প্রধান পরিচালক মুফতি আফজাল হুসাইন কাসেমি এবং দেওবন্দস্থ ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি প্রফেসর মুফতি আবদুল্লাহ কাসেমি৷

মুফতি আফজাল হুসাইন কাসেমি ছাত্রদের উদ্দেশ্যে বলেন ইংরেজি ভাষার মাধ্যমে আমরা আমাদের ধর্মকে আরো বেশি লোকের নিকট পৌঁছাতে পারবো৷ আরো উপযুক্ত পদ্ধতিতে ইসলামকে মানুষের সামনে পেশ করতে পারবো৷ ভিন্ন ভিন্ন ভাষা এটা তো আল্লাহ প্রদত্ত এক নেয়ামত৷

তিনি আরো বলেন আমরা যে ভাষাই শিখবো নিপুণ ভাবে শিখবো৷ নতুন নতুন টেকনোলজির কারণে বর্তমানে সবকিছু আয়ত্ব করা অনেক সহজ৷ এসকল টেকনোলজির ইতিবাচক ব্যবহার আমাদের জীবনে বয়ে আনতে পারবে আরো অধিক সাফল্য৷

মুফতি আবদুল্লাহ কাসেমি বলেন দারুল উলুম দেওবন্দ যেমন ইখলাস ও লিল্লাহিয়াতের জন্য প্রতিষ্ঠিত। অনুরূপ এর ইংরেজি ডিপার্টমেন্টও ইখলাস ও লিল্লাহিয়াতের জন্য প্রতিষ্ঠিত৷ সারা বিশ্বে এখন ইংরেজির চাহিদা প্রচুর৷ তাই যুগোপযোগী ইংরেজি দক্ষ আলেমেরও খুব প্রয়োজন আজ সমাজে৷ আমরা যে পথেই পা বাড়াই ইসলামের প্রচার-প্রসারের নিয়তেই আমাদের পা বাড়ানো উচিত৷ তাই ইসলামের প্রচার-প্রসার ও কল্যাণের প্রতি লক্ষ্য রেখে ইংরেজি শিখাও আমাদের কর্তব্য৷

বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি এবং ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষক মাওলানা তাওকির আহমেদ কাসেমি প্রোগ্রামের শুরুতে স্বাগত বক্তব্যে সকল মেহমানকে স্বাগতম জানান এবং সংক্ষিপ্তভাবে নিজের বক্তব্য পেশ করেন৷

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মুহাম্মদ জাকারিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন মুহাম্মাদ জাবের এবং তৃতীয় স্থান অধিকার করেন মুহাম্মদ আদেল মানসুরপুরি৷

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ইংরেজি ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষকগণসহ মাওলানা আব্দুল মালেক বিজনুরী এবং মাওলানা আব্দুল হামিদ ইউসুফী৷

সর্ব শেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় উক্ত সভা৷ সমাপনী দোয়া মোনাজাত করেন দেওবন্দের বর্তমান নাজেমে তালিমাত মুফতি আফজাল হুসাইন কিমওয়ারি৷


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ