সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের সংবর্ধনা পেলেন ১৬ হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৪ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে অনুষ্ঠিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বজয়ী  ১১ হাফেজ ও প্রবীণ ৫ উস্তাদকে সংবর্ধনা দিয়েছে জাতীয় হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ।

জাতীয় হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আলহাজ এ্যাড. মুজিবুর রহমান ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক শেখ মুহাম্মদ শামীম, আলহাজ ইঞ্জি. কাজী রুহুল কুদ্দুস, অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, মাওলানা দীন মুহাম্মদ কাসেমী, হাফেজ কারী আবু ইউসুফ, মাওলানা মুহাম্মদ ফয়সাল, আহসানুল কবীর (হাসান কবীর), আবদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রবীণ ৫ উস্তাদকে সংবর্ধনা দেয়া হয়, হাফেজ তোফাজ্জল হোসেন, হাফেজ মাহফুজুল হক, হাফেজ জামালুদ্দীন, হাফেজ মুশতাক আহমদ, হাফেজ মাওলানা ইলিয়াস।

অনুষ্ঠানে ‍বিশ্ববিখ্যাত হাফেজদের ৩ উস্তাদকেও সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন, তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ কারী নাজমুল হাসান, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনার মাদরাসার প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী, তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুল আলীম।

Image may contain: 12 people, crowd

বিশ্বজয়ী ও বিভিন্ন ইভেন্টে পুরস্কারপ্রাপ্ত ১১ হাজেফ সংবর্ধিত হন। এরা হলেন, সদ্য বিশ্বজয়ী হাফেজ ত্বরিকুল ইসলাম, হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ আবদুল্লাহ আল আমুন, হাফেজ আবদুল আখের, হাফেজ সাইফুল ইসলাম ত্বকি, হাফেজ ইয়াকুব হোসেন তাজ, হাফেজ সিফাতুল্লাহ, হাফেজ সুলাইমান হাওলাদার, হাফেজ আহমাদ আবদুল্লাহিল আযহার, হাফেজ নাজিরুল্লাহ, হাফেজ তানভির আহমদ।

Image may contain: 8 people, people standing

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেয়া হয় কাতার প্রেসিডেন্ট প্রাসাদ মসজিদের নব নিযুক্ত বাংলাদেশি খতিব ও ঢাকার মারকাজুত তানজিল আল-ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলামকে।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, হাফেজরা দেশের সম্পদ, তারা সারা বিশ্বে অনুষ্ঠিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করে বাংলাদেশের সুনাম বয়ে আনছে। এদের জন্য রাষ্ট্রীয় সম্মাননা দেয়া সরকারের কর্তব্য।

বিশ্বসেরা ও প্রবীণ ১৬ হাফেজকে সংবর্ধনা দেবে হাফেজ কল্যাণ ফাউন্ডেশন


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ