শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


প্রধানমন্ত্রী আগুন নিয়ে খেলছেন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী আগুন নিয়ে খেলছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বাকসন্ত্রাস বলেও অভিহিত করেন তিনি।

মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোমবার দেওয়া বক্তব্যের জবাবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তার বক্তব্যে আমরা বিচলিত ও হতবাক। তার বাকসন্ত্রাস থেকে কোনও সম্মানিত বা দায়িত্বশীল প্রতিষ্ঠানও রেহাই পচ্ছে না।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সরকার ও সরকারে মন্ত্রীদের বিষোদগার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। দেশ, জাতি ও রাজনীতির জন্য এটা অশনি সংকেত।

মির্জা ফখরুল আরো বলেন, ক্ষমতায় থেকে বিচার বিভাগ এবং সর্বোচ্চ আদালত নিয়ে এই ধরনের তৎপরতার পরিণতি শুভ হবে না। শেখ হাসিনার বক্তব্য আগুন নিয়ে খেলার সামিল। তার এমন বক্তব্য দেশের সার্বিক পরিস্থিতিকে আরও নৈরাজ্যকর করে তুলতে পারে।

তিনি বলেন, সম্প্রতি সংবিধানের বিতর্কিত ষোড়শ সংশোধনী বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দেয়া যুগান্তরকারী রায়ের কারণেই শেখ হাসিনা ও তার দলের নেতা, মন্ত্রীরা উচ্চ আদালতের সম্মানিত বিচারকবৃন্দ এমনকি প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত বিষদাগার করে বক্তৃতা দেয়া শুরু করেছেন।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনরা রায়ের কারণে বিচার বিভাগকে টার্গেটে পরিণত করে যে পরিবেশ সৃষ্টি করেছেন তা দেশ জাতি রাজনীতির জন্য অশনি সংকেত বলে আমরা মনে করি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ