শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ময়মনসিংহে দুইজনকে হত্যা করে ১০ গরু ডাকাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহে সদর উপজেলার গোপালপুরে দুইজনকে হত্যা করে ১০টি গরু লুট করে নিয়ে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম ও কতোয়ালী থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

রবিবার দিবাগত রাতে সংঘবদ্ধ এ দলটি সদর উপজেলার গোপালপুরে আকাশী এগ্রো ইন্ডাট্রিজের মালিক আনিসুর রহমানের খামারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের ইদ্রিস আলী (২৮) ও হাসু মোড়লের ছেলে মোজাফফর হোসেন (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, রবিবার দিবাগত রাতে ৩/৪টার দিকে এ ঘটনা ঘটেছে। আজ সোমবার পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ এ ঘটনায় তাহের নামে একজন আটক করা হয়েছে।জড়িতদের দ্রুতই গ্রেফতারের চেষ্টা চলছে।

খামারের পাহারাদার আব্দুল হামিদ বলেন, ‌‘আট-দশ ডাকাতের একটি দল পাহারাদার ইদ্রিসকে হত্যা করে হাত-পা বেঁধে পাশের পুকুরে লাশ ফেলে দেয়। আর আমাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে। এরপর সকালে খামারের কাছের বাগান থেকে স্থানীয় বাসিন্দা মোজাফফরের লাশও উদ্ধার করে এলাকাবাসী।’

মোজাফফরের ভাতিজা তানভীর হোসেন (২৫) বলেন, ‌‘চাচা ডাকাতদের দেখে ফেলায় বা বাধা দেওয়ায় তারা তাকে হত্যা করেছে।’

খামারের পরিচালক হারুন অর রশিদ বলেন, ‘ইদ্রিস চার মাস আগে সেখানে চাকরি নেন। ডাকাতদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করা হচ্ছে।ডাকাতরা খামারের ১০টি গরু নিয়ে গেছে। এর বাজার দর প্রায় আট লাখ টাকা।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ