বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

ভারতে ‘মানবীয় মর্যাদা রক্ষা’ স্লোগানে মুসলিমদের প্রচারাভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া’র (এসআইও) পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় নিপীড়ন ও সাম্প্রদায়িক প্রতিহিংসার বিরুদ্ধে প্রচারাভিযান শুরু হয়েছে। খবর পার্সটুডের

১৬ আগস্ট বুধবার এ ব্যাপারে কোলকাতা প্রেস ক্লাবে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক ইমাম হোসেন বলেন, ‘দেশ জুড়ে দলিত, মুসলিমসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপর আক্রমণ, গুম, হত্যাকাণ্ড আজ খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। উত্তর প্রদেশের গোরক্ষপুরের হাসপাতালে ৭০ জন শিশুর মর্মান্তিক মৃত্যুও সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। এ ধরণের মানবীয় মর্যাদা লঙ্ঘনের ঘটনা কার্যত গত দু’বছরে বৃদ্ধি পেয়েছে। অসংখ্য মুসলিমও আজ এ জাতীয় ঘৃণা-বিদ্বেষের শিকার হয়েছে।’

ইমাম হোসেন বলেন, ‘মুসলিম, দলিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কখনো গরুর গোশত, কখনো দেশপ্রেমের নামে আবার কখনো উগ্র জাতীয়তাবাদের নামে ঘৃণা-বিদ্বেষের শিকার হতে হয়েছে। জাতি-বিদ্বেষজনিত ঘটনায় কেবলমাত্র মুসলিম হওয়ার জন্যই আজ অনেকের উপর আক্রমণ, হামলা করা হচ্ছে।’

এসআইও’র রাজ্য তত্ত্বাবধায়ক মুহাম্মদ নূরুদ্দিন শাহ বলেন, ‘দেশের অনেক ঘটনা মানবীয় মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ইঙ্গিত বহন করে, যেমন- রাজস্থানের আলওয়ারে গো-রক্ষার নামে পহেলু খান ও তার পরিবারের উপর আক্রমণ, যেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং তার দু’জন সন্তান গুরুতরভাবে আহত হন। কিন্তু গাড়ির চালকের পরিচয় পেয়ে হামলাকারীরা তাকে ছেড়ে দেয়। রাস্তায়, পথে, ট্রেনে মুসলিমদের উপর এ জাতীয় আক্রমণ আজ অতি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।’

পরে এসআইও’র সহকারী জনসংযোগ সম্পাদক সুজাউদ্দিন আহমেদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মর্যাদা নিয়ে বেঁচে থাকা মানুষের মৌলিক অধিকার। মানবীয় মর্যাদাসহ অন্য অধিকারগুলোর জন্য জীবনের অধিকার পূর্বশর্ত। কিন্তু দেশের সামাজিক পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যাচ্ছে নির্যাতিত, নিপীড়িত সম্প্রদায়ের বেঁচে থাকার অধিকার গুরুতরভাবে লঙ্ঘিত হচ্ছে। দলিত, মুসলিমসহ অন্যান্য সকল নির্যাতিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী আজ চরমভাবে বিপর্যস্ত। এ জন্য সারাদেশ জুড়ে আগামী ১৬/৩০ আগস্ট ‘নিপীড়ন নয়, মর্যাদা চাই– হিংসার বিরুদ্ধে সোচ্চার হই’ শীর্ষক কর্মসূচিতে ‘মানবীয় মর্যাদা প্রচারাভিযান’ চালানো হবে।’

এসআইও’র পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপটে নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়। সমাজ ও জাতির নীরবতা ভাঙার এটাই উপযুক্ত সময় বলে তারা মনে করছে। আগামী ৩০ আগস্ট কোলকাতায় এ ব্যাপারে পদযাত্রা ও সমাবেশের ডাক দেয়া হয়েছে।

বিদ্বেষ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সমস্ত মানুষকে মানবীয় মর্যাদা রক্ষা করার জন্য এসআইও’র পক্ষ থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

গাজায় ফের আগ্রাসন চালালে ইসরাইলকে উচিত শিক্ষা দেয়া হবে: হামাস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ