শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণে ১৬ কোটি মানুষের আকুতিই ফুটে উঠেছে: অধ্যাপক মাহবুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত মাননীয় বিচারপতির পর্যবেক্ষণে এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের গভীর আকুতিই ফুটে উঠেছে। যদিও এতে কারো কারো আঁতে টান পড়েছে। সত্য কথা সব সময় তিঁতাই হয়।

তিনি বলেন, মাননীয় প্রধান বিচারপতির সাহসী ভূমিকা ইতিহাস হয়ে থাকবে। দেশপ্রেমিক জনতা যুগ যুগ ধরে সত্যানুসন্ধানী মানুষের সত্য উচ্চারণে প্রেরণার উৎস হয়ে থাকবে।

গতকাল পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংগঠনের ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত
হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শুরার অধিবেশনে কুরআনের দরস পেশ করে প্রচার সম্পাদক মুফতি আব্দুল করীম, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা উপদেষ্টা আলহাজ্ব সুলতান আহমদ খান, জেলা সহ-সভাপতি আলহাজ্ব হানিফ মিয়া মেম্বার ও আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদীন, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক ডা. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুহা. হাসমত আলী, মাওলানা নূর হোসাইন, আলহাজ্ব আব্দুর রাজ্জাক বেপারী, মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা জহিরুল ইসলাম, আতিকুর রহমান, টি এম মাহফুজুর রহমান, শাহ আবু বকর, আলহাজ্ব ইবরাহীম প্রমুখ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা বলেন, কিছু বাম ও নাস্তিকের দ্বারা তৈরি হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী পাঠ্যসূচির প্রধানমন্ত্রীর নির্দেশিত সংশোধনী পরিবর্তনের চক্রান্ত রুখে দাড়াতে হবে।

 


সম্পর্কিত খবর