রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষককে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষককে ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রস্তুতে অবহেলার অভিযোগে ভর্তি পরীক্ষার কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এরা হচ্ছেন- বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব হোসেন, অধ্যাপক বিজয় ভূষণ দাস, ড. শাহাব উদ্দিন, ড. হাবিব উল মাওলা, জান্নাতুল ফেরদৌস এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ ইমদাদুল হুদা ও একই বিভাগের রায়হানা আক্তার।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাত শিক্ষকের মধ্যে ড. মাহবুবুর রহমানকে ৪ বছর ও অন্যান্য শিক্ষকদেরকে তিন বছরের জন্য অব্যহতি দেয়া হয়। ২০১৬-১৭ শিক্ষা বষের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতি ও পূর্বের বছরের সাথে হুবহু মিল রেখে প্রশ্ন তৈরি করায় তাদেরকে সিন্ডিকেট সভায় অব্যাহতি দেয়া হয়।

জানা যায়, ২০১৫-১৬ সেশনের ভর্তি পরীক্ষার ক ইউনিট এর ইংরেজি বিষয়ের ৪৯ টি প্রশ্ন হুবহু ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ভর্তি পরিক্ষায় এসেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে এর সত্যতা পান।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব ড. হুমায়ুন কবীর জানান, বিশ্ববিদ্যালয়ের ৫৮তম সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির রিপোর্টে এদের যোগসাজশ প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ