বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


সরকার উদ্যোগ না নিলে ২ হাজার হজযাত্রীর সৌদি যাওয়া হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হজযাত্রীদের ভিসা নিয়ে জটিলতা আরও এক ধাপ বাড়লো। এবার আটকে পড়া হজযাত্রীদের মধ্যে দুই হাজার যাত্রীর দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। নতুবা তাদের হজযাত্রা কিছুতেই সম্ভব হবে না। এমনই মন্তব্য করেছেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন (অব.) মোসাদ্দিক আহমেদ।

বুধবার সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, বিমান বাংলাদেশের আর কোনো ফ্লাইট বাতিল না হলেও দুই হাজার হজ যাত্রীকে সৌদি আরব নেয়া সম্ভব না। এ যাত্রীদের পরিবহণের দায়িত্ব সরকারকে নিতে হবে।

তিনি জানান, বিমানের সিইও বলেন, ই-ভিসাসহ নানা জটিলতায় এখন পর্যন্ত বিমানের ২১টি ফ্লাইট বাতিল হয়েছে। এ কারণে ৪ হাজার চারশ' হজ যাত্রী নেয়া সম্ভব হয়নি। আর এতে বিমানের ৪৪ কোটি টাকা রাজস্ব আয় লোকসান হয়েছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪শে জুলাই। শেষ ফ্লাইট ২৮শে আগস্ট।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ