সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি   নারী কমিশনের প্রস্তাবনা, অসভ্যতা প্রসারের নীল নকশা: নেজামে ইসলাম জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম

দেশের সব প্রান্তেই যুদ্ধাপরাধীদের বিচার হবে; নাজমুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : 'দেশের সব প্রান্তেই যুদ্ধপরাধীদের বিচার হবে। দেশের সব মুক্তিযোদ্ধাই তাকিয়ে আছেন, সেই বিজয়টি দেখবার জন্য।' আজ দুপুরে যুদ্ধপরাধের তদন্ত কার্যক্রমে ঠাকুরগাঁও জেলা সফরে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক নাজমুল হক স্থানীয় সার্কিট হাউজ সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।

নাজমুল হক বলেন, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেন প্রধান বিচারপতির মৃত্যুতে আপাতত বিচার স্থগিত রয়েছে। অচিরেই বিচারপতি নিয়োগ হলেই এ কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে তদন্ত অব্যাহতভাবে চলছে। তিনি জেলার ঘাপটি মেরে থাকা যুদ্ধাপরাধীদের বিচারে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

যুদ্ধাপরাধীদের বিচার প্রত্যেকটি মুক্তিযোদ্ধার স্বপ্ন এ কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীতে উদাহরণ সৃষ্টিকারী এই কার্যক্রম সম্পূর্ণ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডর বদিউদ দৌজা বদর, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ প্রমুখ।

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক নাজমুল হক জেলার জাঠিভাঙ্গা, খুনীয়া দীঘিসহ মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যার স্মারক বহনকারী ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন বলে জানান।

-এজেড


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ