শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


আঞ্জুমানে তালিমূল কুরআন বোর্ডের ফল প্রকাশ, পাশের হার ৮১.৪৫%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ : আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ-এর ২০১৭ শিক্ষাবর্ষের (১৪৩৮ হিজরী) দেশব্যাপী অনুষ্ঠিত সনদ (সমাপনী বর্ষ), খামিছ ও রাবে-এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ৭ আগস্ট ২০১৭ বিকেল ৫টায় প্রকাশ করা হয়। ফল প্রকাশ উপলক্ষে সিলেট মহানগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্সের কেন্দ্রীয় দফতরে পরীক্ষা কমিটির এক সভা আঞ্জুমান সভাপতি মাওলানা ক্বারী শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষা নিয়ন্ত্রক ও কেন্দ্রীয় সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক কেন্দ্রীয় পরীক্ষার বিস্তারিত ফলাফল আঞ্জুমান সভাপতি মাওলানা ক্বারী শাহ মুহাম্মদ নজরুল ইসলামের নিকট হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক, দপ্তর সম্পাদক মাওলানা কারী হারুনুর রশীদ, কেন্দ্রীয় শুরা সদস্য , সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হুসাইন আহমদ মিসবাহ, কেন্দ্রীয় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, মাওলানা ক্বারী শামসুল ইসলাম, মাওলানা ক্বারী ইবাদ বিন সিদ্দিক, আঞ্জুমান সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা ক্বারী রফিকুল ইসলাম জাকারিয়া, মাওলানা ক্বারী আবুল হোসেন শরীফ, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী হিফজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ক্বারী নাঈমুল হাসান নাজিম, বিশিষ্ট কবি ও আবৃত্তিকার মাওলানা ক্বারী মীম সুফিয়ান, মাওলানা ক্বারী গিয়াস উদ্দীন নোমান, মাওলানা ক্বারী হাবীবুর রহমান হাবীব, মাওলানা ক্বারী মামুনুর রশীদ মাসুম প্রমুখ।

বিগত রমযান মাসে সারাদেশে ১৫১৬ টি (এক হাজার পাঁচশত ষোল) ক্বিরাআত প্রশিক্ষণ কেন্দ্রে ২,১১,৪৭৬ জন (দুইলক্ষ এগারো হাজার চারশত ছিয়াত্তর) ছাত্র-ছাত্রী ইলমুল কিরাআত শিক্ষা গ্রহণ করে। তন্মধ্যে তিনটি ক্লাসে ৯,৯৮৯ জন ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে ৮,১৩৬ জন উত্তীর্ণ হয়। এবারের পাসের হার ৮১.৪৫%।

সনদ জামাআতে ১৪৩৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ১৩১৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮৯.৮৯%। পুরুষদের মধ্যে মেধা তালিকায় প্রথম: ক্বারী হাসান আহমদ (২৭০), কেন্দ্র : আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট।  দ্বিতীয় : ক্বারী জসিম উদ্দিন (৭৭), কেন্দ্র : আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট। তৃতীয় : ক্বারী ইসলাম উদ্দিন (১২১৭), কেন্দ্র : জামেয়া ইসলামিয়া ফিরোজাবাগ, বালাগঞ্জ, সিলেট।

মহিলাদের মধ্যে মেধা তালিকায় প্রথম: ক্বারীয়া তাসনীম ফেরদৌসী মাবরুকা (৩০৪), কেন্দ্র : আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট।  দ্বিতীয় : ক্বারীয়া তাজকিরা বেগম (৭৪২), কেন্দ্র : আল জামিয়াতুত তাইয়্যিবিয়াহ, সুলতানপুর, বালাগঞ্জ. সিলেট। তৃতীয় : ক্বারীয়া মোছাম্মত হান্নানাহ (১৩৮৮), কেন্দ্র : গুনই ফয়জে আম মাদরাসা, বানিয়াচং, হবিগঞ্জ।

খামিছ জামাআতে ৩৫৫৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ২৯১৬ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮২%। মেধা তালিকায় প্রথম: ইফতেখার রহমান, কেন্দ্র : মদীনাতুল উলুম নীলপুর, জানিগাও, সুনামগঞ্জ।  দ্বিতীয় : জেসমিন আক্তার, কেন্দ্র : চলিতার ডোবা মহিলা মাদরাসা, চিনাকান্দি, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ।। তৃতীয় : ফাতেমা আক্তার, কেন্দ্র : দারুল উলূম হুসাইনিয়া মাদরাসা, ঘাগটিয়া, বাদাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ।

রাবে জামাআতে ৪৯৬৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে ৩৯০৩ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৭৮.৫৮%। মেধা তালিকায় প্রথম: লুবনা আক্তার, কেন্দ্র : আল জামিয়াতুত তাইয়্যিবিয়াহ, সুলতানপুর, গহরপুর, বালাগঞ্জ. সিলেট। দ্বিতীয় : আনিছা তাবাচ্ছুম ইকরা, কেন্দ্র : দারুল হাদীস শাখাইতি মহিলা মাদরাসা, ছাতক, সুনামগঞ্জ। তৃতীয় : আবিদা জান্নাত, কেন্দ্র : জামিয়া ইসলামিয়া দারুল হাদীস খাতুনে জান্নাত, রাজাপুর, সুনামগঞ্জ।

সনদ জামাআতে মুমতাজ প্রাপ্তদের রোল নম্বর
০২২, ০৬২, ০৭৪, ০৭৭, ১০৮, ১১১, ১১৫, ১২২, ১২৭, ১৩৯, ১৪৪, ১৫৭, ২৩৯, ২৭০, ২৯০, ১২০৮, ১২১৬, ১২১৭, ১২২৫। ৩০৪, ৩১১, ৩১৩, ৩৬৩, ৩৬৪, ৩৭০,৩৯৫, ৪০৫, ৪৪৮,৪৪৯, ৪৫৪, ৫৭৬, ৫৯১, ৬০৫, ৬১৪, ৬২৩, ৬৪০, ৬৪৫, ৬৬৪, ৭৩৯, ৭৪২, ৭৪৭, ৭৫৫,৭৭০, ৮০৯, ৮৪৬, ৮৪৭, ৮৫১, ৮৯৯, ৯২৭, ৯৫৯, ৯৭৭, ১০১০, ১০১১, ১০১৬, ১০২৬, ১০৪৫, ১০৫৫, ১০৫৯, ১০৭১, ১১২২, ১১২৯, ১১৩১, ১১৩৩, ১১৪১, ১১৪২, ১১৭৭, ১৩০৭, ১৩১০, ১৩৩৪, ১৩৩৬, ১৩৮৫, ১৩৮৮, ১৪১৮, ১৪৩০, ১৪৩৩।

বিস্তারিত ফলাফল জানতে ভিজিট করুন www.anjumanbd.org, এই ওয়েবসাইটে। আঞ্জুমানের অফিসিয়াল ফেসবুক পেইজে www.facebook.com/anjumanbd এবং যোগাযোগ করুন ০১৭১১ ৪৫৪৪০৪ এই নাম্বারে। এছাড়া শীগগিরই সনদ জামাতের বিস্তারিত ফলাফল এবং রাবে ও খামিস জামাতের বিস্তারিত ফলাফল নিয়ে গেজেট প্রকাশিত হবে ইনশা আল্লাহ।

ফলাফল সংক্রান্ত কোন অভিযোগ থাকলে বা পুন: নিরীক্ষণ (সানী নযর) করতে হলে পরীক্ষা সমপরিমাণ ফি দাখিল করত: সরাসরি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে আগামী ৩০ যিলহজ্ব এর মধ্যে আবেদন করতে হবে। শাখা কেন্দ্রসমূহ খামিছ ও রাবের ফলাফল/মার্কসীট কেন্দ্রীয় দফতর অথবা সকল পরীক্ষা সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।

-এজেড


সম্পর্কিত খবর