শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


১৬ আগস্ট থেকে গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের চলমান সংলাপে ১৬ ও ১৭ আগস্ট অংশ নেবেন গণমাধ্যমের প্রতিনিধিরা।

রোববার দুপুরে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালউদ্দিন আহমদ।

তিনি জানান, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের মধ্য থেকে মোট ৬০ জনকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে।

অন্যদিকে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে। এসময় ছয়টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে।

এর আগে ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছিল ইসি। ৫৯ জনকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ৩৪ জন প্রতিনিধি তাতে অংশ নেন। ওই সংলাপে দুটি প্রস্তাব রাখা হয়। সেগুলো হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোট রাখা এবং সেনাবাহিনী মোতায়েন। আর এ ব্যাপারে সুশীল সমাজের বেশিরভাগ প্রতিনিধি একমত হন বলে সাংবাদিকদের জানান সুশীল সমাজের প্রতিনিধি দেবপ্রিয় ভট্টাচার্য ও আসিফ নজরুল।

নির্বাচনে না ভোট ও সেনা মোতায়েনের পরামর্শ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ