শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

দেশে ফিরলেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশর সিনিয়র সহ-সভাপতি, শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী আজ বুধবার ২ আগস্ট লন্ডন সময় বিকেল সাড়ে ৬ টার ফ্লাইটে শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী দেশে প্রত্যাবর্তন করেন।

২৫ দিনের সংক্ষিপ্ত ইংল্যান্ড সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরেন শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী। বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এএমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এই সফরে তিনি ইউকে জমিয়তের কাউন্সিল অধিবেশনসহ বিভিন্ন দ্বীনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী ব্রিটেন সফরে যাওয়ার পর মারাত্মক অসুস্থ হয়ে পরেন। অসুস্থতার কারনে বৃটেন সফর সংক্ষিপ্ত করে তিনি বাংলাদেশের উদ্দেশ্য রওয়ানা করেন আজ ২ আগস্ট। গত ১২ জুলাই আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী লন্ডনস্থ মাইক্রো বিজনেস সেন্টারে (১৪ জুলাই) জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে’র কাউন্সিল ও সম্মেলনে যোগ দিতে লন্ডনে আসেন। গত ১৯ জুলাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ২৫ জুলাই আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর হার্টের এন জি ও গ্রাম সম্পন্ন হয়।

বর্তমানে উনার শারীরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে আল্লামা হবিগঞ্জীর দেশে প্রত্যাবর্তনের সংবাদটি নিশ্চিত করেন তাঁর বড় ছেলে হবিগঞ্জ উমেদনগর জামিয়ার ভাইস প্রিন্সিপাল হাফিয মাওলানা মাসরুরুল হক।

আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী কে বিদায় জানাতে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত হয়ে ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, সংগঠনের সেক্রেটারী জেনারেল মাওলানা সৈয়দ তামিম আহমদ, ট্রেজারার হাফিজ হোসেন আহমদ বিশ্বনাথী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাইম আহমদ, কেন্দ্রীয় সদস্য ডাঃ ইকবাল হুসেন, তবসছুম আহমদ, আরিফ আহমদ লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে উপস্থিত হয়ে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী কে বিদায় জানান।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ