শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


শেরপুরে দুর্নীতির বিরুদ্ধে লালকার্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে দুর্নীতিকে লাল কার্ড দেখালো শেরপুরের পাচঁ শতাধিক শিক্ষার্থী।

শেরপুরের শ্রীবরদীর তাতিহাটি আইডিয়াল স্কুলে আজ মঙ্গলবার দুপুরে এ লালকার্ড প্রদর্শন করা হয়।

এ সময় ওই স্কুলের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তাদের সঙ্গে শপথবাক্য পাঠ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক আলোচনা ও 'সততা স্টোর' উদ্বোধন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শ্রীবরদী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন সততা স্টোরের উদ্বোধন ঘোষণা করেন। বিক্রেতাবিহীন 'সততা স্টোর' থেকে শিক্ষার্থীরা সুলভ মূল্যে শিক্ষা উপকরণ ক্রয় করতে পারবে বলে জানান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহুল আমীন কালাম।

এ সময় স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদলের সভাপতিত্বে অন্যদের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যা নিলুফা ইয়াসমিন, একাডেমিক সুপারভাইজার মোশারাফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ