সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ইসিতে আয়-ব্যয় দাখিলের শেষ দিন কাল; হিসাব দেয়নি ইসলামি দলগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলের বাৎসরিক আয় ও ব্যয়ের হিসেব জমা দেওয়ার সময় শেষ সময় চলে এলেও এখন পর্যন্ত হিসাব দাখিল করেনি ৩৬ টি দল। আগামীকাল সোমবার হিসাব দাখিলের শেষ সময়।

বৃহস্পতিবার পর্যন্ত ইসির নিবন্ধনে থাকা ৪০টি দলের মধ্যে মাত্র চারটি দল তাদের আয়-ব্যয়ের হিসেব জমা দিয়েছে।

ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৬টি দলই এখনো পর্যন্ত তাদের হিসেব জমা দেয়নি।

ইসলামপন্থী দলগুলোর একটিও এখন পর্যন্ত হিসাব দাখিল করেনি। হিসেব জমা দিয়েছে সংসদে থাকা বিরোধীদল জাতীয় পার্টি (জাপা), বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও গণতন্ত্রী পার্টি।

হিসাব দাখিলের সময় বাড়ানোর জন্য এখন পর্যন্ত কেউ আবেদন করেনি ইসিতে।

হিসাব না নিবন্ধিত ইসলামি দলগুলো হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস,  বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, বাংলাদেশ তরিকত ফেডারেশন,  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

হিসাব না দেয়া অন্য দলগুলো হলো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি-জেপি, সাম্যবাদী দল (এম.এল), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ,  বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি),  গণফোরাম, গণফ্রন্ট, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি,  বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ।

জানা গেছে, রোববার আওয়ামী লীগ, জাসদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের দলের আয়-ব্যয় প্রতিবেদন ইসিতে জমা দিবে।

নিয়ম অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে বার্ষিক আয় ব্যয়ের হিসেব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর বার্ষিক আয় ব্যয়ের হিসেব জমা দিতে ব্যর্থ হলে কমিশন চাইলে তাদের নিবন্ধন বাতিল করতে পারে।

কেমন আছে যুক্তরাষ্ট্রের মুসলমান?


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ