বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


যে কারণে সম্মেলনের অনুমতি পায়নি ইউনুস সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ। আগামী ২৮ জুলাই সাভারের জিরাবোতে ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

ইউনূস সেন্টারের তথ্য অনুযায়ী, পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির এ সম্মেলনে অংশ নেওয়ার কথা।

জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সমন্বয়ক টমাস গাস এবারের অনুষ্ঠানের মূল বক্তা।

বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পুলিশকে ‘অন্ধকারে রেখে স্বল্প সময়ের আবেদনে’ কাউকে কোনো আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া সম্ভব নয়।

আল-আকসা মসজিদ থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করল ইসরাইল

জিরাবোর নবনির্মিত সামাজিক কনভেনশন সেন্টারে শুক্রবার এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন করার কথা গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের জন্য নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের।

এছাড়া ওয়ার্ল্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জোয়েল বোজোরও সেখানে বক্তৃতা দেওয়ার কথা।

ইউনূস সেন্টারের একজন মুখপাত্র জানান, সম্মেলনের বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দপ্তরে গত ২০ জুলাই চিঠি পাঠান তারা।

ওই চিঠি ২০ থেকে ২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট দফতরগুলোতে পৌঁছায় বলে ইউনূস সেন্টারের পাঠানো অনুলিপিতে দেখা যায়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ