শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


টানা বৃষ্টিতে বাংলাদেশ-ভারত-চীনের প্রায় ১৪ কোটি মানুষ ঝুঁকিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিশ্বের যেসব জায়গায় বৃষ্টি বেশি হয় তার মধ্যে এটি একটি। প্রতি বছর অন্তত ১০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয় এ অঞ্চলে। এশিয়ার মহাদেশের দক্ষিণাঞ্চলে এমনিতেই বৃষ্টিপাত বেশি হয়।

বৃষ্টিপাত আরও বাড়লে বাংলাদেশ, ভারত ও চীনের ১৩ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ ঝুঁকিতে পড়বে। ২০১২ সালে করা একটি গবেষণায় এ তথ্য মিলেছে।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের জলবায়ু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন ডেওয়ি কিরোনো। তিনি বলেন, আগামী ৩০ বছরে বৃষ্টিপাত বাড়বে। এশিয়ায় বৃষ্টিপাত প্রায় ২০ ভাগ বাড়বে এটা নিশ্চিত।

বেলজিয়ামের ইউনিভার্সিটি ক্যাথোলিক ডি লোবেনস-এর ইমার্জেন্সি ইভেন্টস ডাটাবেজ অনুসারে, ১৯৫০ সালের পর থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ-ভারত-চীনে বন্যায় ২২ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়।

-এজেড


সম্পর্কিত খবর