বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


শুরু হচ্ছে রেডিও টাচের আরজে হান্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্ত প্রতিভার সুস্থ্য বিকাশে তরুণদের নিয়ে গড়ে ওঠেছে রেডিও টাচ ২৪ডট কম। সূচনাকাল থেকে সুস্থ্য বিনোদনের মাধ্যমে অনলাইন রেডিও অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

'রাতের গল্প' 'মেতে ওঠো নতুন সুরে' এবং লেখক ও কবিদের নিয়ে 'সাহিত্য উৎসব'সহ নানা রকম প্রোগ্রামের মাধ্যমে এগিয়ে চলছে রেডিও টাচ ২৪ডট কমের পথচলা।

আগামীতে আরো নতুন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কিছু সুস্থ্যধারার মানসিকতা সম্পন্ন প্রত্যয়ী তরুণদের নিয়োগদানে রেডিও টাচ ২৪ডট কম শুরু করতে যাচ্ছে আরজে হান্ট।

মিডিয়ায় ক্যারিয়ার গড়া যাদের লালিত স্বপ্ন, এই কল্পে তাদের সবার অংশগ্রহণ রেডিও টাচ ২৪ডট কমের একান্ত কামনা।

সিভি পাঠানোর ঠিকানা: radiotouch24@gmail.com সিভি পাঠানোর শেষ তারিখ ৩১ জুলাই।

আরআর


সম্পর্কিত খবর