শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

কওমি শিক্ষার্থীদের জন্য ভূমি জরিপ কোর্স; সফলতা কতটুকু?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর উদ্যোগে  ‘ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার’ এর অধীনে ভূমি জরিপ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সার্ভে প্রতিষ্ঠানটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভূমি জরিপের উপর পূর্ণাঙ্গ ধারণা দেবে।

মূলত কওমি শিক্ষার্থীদের জন্যই বিশেষভাবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে প্রশিক্ষণটি হচ্ছে চট্টগ্রামে। জেলার হাটহাজারী রেল ষ্টেশনের পাশে আলীপুর রশিদিয়া নূরানী মাদরাসায় নেয়া হয়েছে এ উদ্যোগ।

কওমি মাদরাসাগুলোতে মিরাস (উত্তারাধিকার সম্পদ) বণ্টনের ব্যবস্থা পড়ানো হলেও ভূমি জরিপ বা এ সংক্রান্ত বিষয়গুলো সিলেবাসে নেই। আর চলমান সমাজে এ বিষয়গুলো নানা জটিলতা তৈরি করছে। সে দিকে লক্ষ রেখেই মূলত ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের উদ্যোগে এ আয়োজন।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জমি জমার সমস্যা নিয়ে সমাজের প্রায় সবাই জর্জরিত। বিশেষ করে উলামায়ে কেরাম বেশি ক্ষতিগ্রস্থ ও হয়রানির শিকার হচ্ছেন কাগজপত্র, খতিয়ান নকশা ইত্যাদি না বুঝার কারণে। এ কারণেই বিশেষ এ কোর্সের উদ্যোগ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেন, ভূমি জরিপও একটি ইলম যা সমাজের অনেক মানুষ জনে না। কারণ জমিজমা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে মানষ আজ ভুক্তভোগী। তাই বিশেষ করে এ ইলম আলেমদের জন্য অর্জন করা প্রয়োজন। এটি বেফাকের একটি বুনিয়াদি কোর্স যা অনেকে দিন যাবত চলে আসছে।

জানা যায়, এ কোর্সে সি. এস, এস. এ, আর. এস, বি. এস, জরিপের পরিচিতি, নকশা, পর্চা, খতিয়ান চেনার সহজ উপায়, জ্যামিতিক সূত্রে ভূমির পরিমাণ, স্কেলে সঠিক মান নির্ণয়, কাগজ পত্র যাচাই পদ্ধতি, মুসলিম ফারায়েজ, আনা-গন্ডায় সম্পদের পরিমাণ নির্ণয়, বালু, মাটি, কাঠ, ইট, ইত্যাদির ৩০০ নাম্বারে একটি সিলেবাস। যা অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা হাতে কলমে ও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা দেয়া হবে।

আগামী ৪ আগষ্ট ১৭ থেকে শুরু হবে এ কোর্স। প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত। মোট ১৫ সপ্তাহে সম্পন্ন হবে এ কোর্স। কোর্স শেষে ‘ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার’ এর পক্ষ হতে উর্ত্তীণদের মাঝে সরকারি সার্টিফিকেট  দেয়া হয়।

এ সার্টিফিকেটে সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিসে সার্ভেয়ার ও ল্যান্ড অফিসার হিসেবে চাকরি করতে পারবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রশিক্ষণের ক্লাস উদ্বোধন করবেন, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আহমদ দিদার কাসেমী ও মাওলানা ইয়াহইয়া।

প্রশিক্ষণ দেবেন, ‘ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার’ চট্রগ্রাম বিভাগের প্রধান প্রশিক্ষক ও হাটহাজারী হলি সার্ভে ক্যাম্পের পরিচালক হাফেজ মাওলানা মুফতি বজলুর রহমান।

গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ কোর্স ঢাকা বা সারাদেশে কেন নেয়া হচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে  অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী আওয়ার ইসলামকে বলেন, ঢাকাতেও এ কোর্স হয়ে থাকে। বিভিন্ন সময় বেফাকের অফিসেও এ আয়োজন হয়েছে।

তবে তিনি জানান, এ কোর্সের উদ্যোক্তা মূলত বেফাক নয়। তবে বেফাক এর তত্ত্বাবধানে রয়েছে। ঢাকা বা দেশের কোথাও কোনো মাদরাসা যদি উদ্যোগ নিতে চায় তাবে সার্ভে প্রতিষ্ঠানটি এটির আয়োজন করবে।

প্রশিক্ষণের সফলতা বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে সার্ভেয়ার হাফেজ মাওলানা বজলুর রহমান আওয়ার ইসলামকে বলেন, ২০০১৫ সাল থেকে আলিপুর রশিদীয়া মাদরাসায় এ প্রশিক্ষণ চলছে। আলহামদুলিল্লাহ গত বছর এখান থেকে ৩০০ শিক্ষার্থী এ কোর্সে অংশ নিয়েছেন। এর আগে ১৫ সালে ১৫০ জন শিক্ষার্থী ভূমি জরিপ প্রশিক্ষণ নেন।

তিনি জানান, আমরা আধুনিক উপায়ে ভূমি জরিপের সবকিছুই একজন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিচ্ছি। এখন থেকে প্রশিক্ষণ নেয়ার পর জমি জমা বিষয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে শিক্ষার্থীরা।

আল মুঈন হাসপাতাল; বিনামূল্যে সেবা পাবে মাদরাসা শিক্ষার্থীরা

৩৩% নারী নেতৃত্বের প্রশ্নে যা ভাবছে ইসলামি দলগুলো

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ