বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

‘সড়কে হাফেজ্জী হুজুরের নাম পুন:র্বহাল না করায় বিস্মিত আলেম সমাজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হযরত হাফেজ্জী হুজুর রহ. ও মুফতি আমীমুল ইহসান রহ. এর নাম অন্যায়ভাবে স্বাধীনতা বিরোধীদের তালিকায় অন্তর্ভুক্তি ও সড়ক থেকে তাদের নাম অপসারণের দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও সড়কে হাফেজ্জী হুজুরের নাম পুন:র্বহাল না করায় বিস্ময় প্রকাশ করেছেন ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ইসলাম বিদ্বেষী একটি চক্র হক্কানী আলেমদের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপবাদ, মসজিদের নগরী ঢাকায় মূর্তি স্থাপন, পাঠ্যসূচীকে হিন্দুয়ানীকরণ, স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের সিনেমা প্রদর্শনের উদ্যোগ, অবৈধ উচ্ছেদের নামে মসজিদ ভাঙ্গাসহ ইসলাম বিরোধী বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আর সরকার এ দুষ্ট চক্রের ফাঁদে পা দিয়ে ইসলামী ঐতিহ্যের উপর আঘাত হেনে চলছে। তৌহিদী জনতা ঐক্যবদ্ধভাবে ইসলাম বিদ্বেষী কুচক্রী মহলের ষড়যন্ত্র রুখে দাড়াবে।

আজ মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটির আহবায়ক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ এর সভাপতিত্বে কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন- ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটির দফতর সম্পাদক মুফতি আকরাম হুসাইন।

সভায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন- ঐতিহ্য সংরক্ষণ কমিটির সদস্য সচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, কমিটির সমন্বয়কারী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, শায়খুল হাদীস মাওলানা সোলায়মান নোমানী, জমিয়তে ইসলামের যুগ্ন মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা মুজীবুর রহমান হামিদী, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, দাওয়াতুল হক নেতা মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা সানাউল্লাহ, মুফতী আকরাম হুসাইন, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা ইলয়াছ মাদারীপুরী প্রমুখ।

সভাপতির ভাষনে মাওলানা আতাউল্লাহ বলেন, বাংলাদেশের মত মুসলিম প্রধান দেশে হযরত হাফেজ্জী হুজুর রহ. ও মুফতি আমীমুল ইহসান রহ. এর মত মহান বুজুর্গদের উপর স্বাধীনতা বিরোধী অপবাদ ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মূর্তি নির্মাণ, স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চার নামে সিনেমা প্রদর্শন ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। তিনি সরকারের প্রতি ইসলামী ঐতিহ্য বিরোধী এসব অপতৎপরতা বন্ধের ব্যবস্থা গ্রহনের আহবান জানান। অন্যথায় তাওহিদী জনতা ইসলাম ও দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে।

একজন হাফেজ আলেম যখন বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ