বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


যৌথ শিক্ষা সহায়ক কার্যক্রমে রকমারি ডট কম এবং ইকরা বাংলাদেশের চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌথ শিক্ষা সহায়ক বিভিন্ন কার্যক্রম সম্পাদনের জন্য রকমারি ডট কম এবং ইকরা বাংলাদেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে রকমারি ডট কম ও ইকরা বাংলাদেশকে শিক্ষা বিস্তারে বিভিন্ন ধরনের সহযোগিতা করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সহ সভাপতি, ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম, জমিয়াতুল ওলামা ও ইকরা বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ ও অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ এবং হেড অব কমিউনিকেশন মাহমুদুল হাসান সাদি।

শিক্ষা বিস্তারে সহযোগী হিসেবে থাকায় রকমারি ডট কম এর প্রতি ধন্যবাদ জানিয়ে মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ বলেন , “ জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় রকমারি ডট কমের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা বই পৌঁছে দিচ্ছে তা সত্যিই অনুকরণীয়। ”

এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-গন উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর