শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

ওমানে ইসলাম গ্রহণ করলেন ১৫৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমানের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত এই তিন মাসে ১৫৮ জন ব্যক্তি ইসলামে ধর্মান্তরিত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনার খবরে জানা যায়, ধর্মান্তরিত এসব ব্যক্তিরা উগান্ডা, ফিলিপাইন, শ্রীলংকা এবং ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক। ধর্মান্তরিতদের মধ্য বেশিরভাগই নারী।

সম্প্রতি শেষ হওয়া রমজানে ‘ইসলামিক প্রারম্ভিক’ অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৫ জন লোক ইসলাম গ্রহণ করেন।

‘টাইমস অফ ওমান’ ইসলামে ধর্মান্তরিত তিনজন ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তারা সদ্য গত হওয়া রমজান মাসকে উপলক্ষ করে ইসলাম গ্রহণ করেছেন। ওমানে বসবাসরত অনেক ধর্মান্তরিত মুসলমানরা ইসলামের মাধ্যমে তাদের উদ্বেগ ও কষ্টের উত্তর খুঁজে পেয়ে থাকেন।

ফিলিপিন্সের নারী জুবেনি আল্টো মাত্র দুই মাস আগে ইসলামে ধর্মান্তরিত হন। তার এই সিদ্ধান্ত তার জন্য একটি সঠিক পদক্ষেপ ছিল বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আমি আড়াই বছর আগে ফিলিপাইন থেকে ওমানে এসেছি। দুই মাস আগে আমি ইসলাম সম্পর্কে ভালভাবে জানা ও পড়ার সিদ্ধান্ত নেই, কারণ আমার অনেক সমস্যা ছিল; যা নিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম।’

‘আমি অনুধাবন করতে সক্ষম হয়েছি, ইসলাম আমাকে অনেক নতুন অনুভূতি দিয়েছে। আমি যা আবিষ্কার করেছি তা আমাকে আলোকিত করেছে এবং আমি এতে অনেক খুশি।’

‘পবিত্র কোরআন পড়ার পর এটি আমাকে ওঠে দাঁড়াতে সাহায্য করেছে এবং আমি আমার হৃদয় দিয়ে অনুভব করতাম যে আমি আল্লাহর উপাসনায় বিশ্বাস করি।’

ওমানে তার মুসলিম বন্ধুরা তাকে ইসলামের বিভিন্ন বই পড়াশোনা করতে ও ইসলামের উৎস সম্পর্কে জানতে সাহায্য করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ