হামিম আরিফ: ঢাকার অভিজাত এলাকা গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ পড়িয়েছেন প্রখ্যাত আলেমে দীন জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান। মসজিদটিতে অন্যান্য ঈদগাহ’র মতোই আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ পড়েন আওয়ার ইসলামের প্রতিবেদক আবদুল্লাহ মাহমুদ। তিনি জানান, আল্লামা মাহমুদুল হাসানের পেছনে ঈদের নামাজ আদায় করেছেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
তিনি জানান, নামাজ শেষে আল্লামা মাহমুদুল হাসানের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরী। সাক্ষাতের শুরুতেই আল্লামা মাহমুদুল হাসান দুই নেতাকে প্রথমেই কোলাকুলি করতে বলেন এবং ইসলামের জন্য কাজ করার অঙ্গীকার করতে বলেন। কথা অনুযায়ী দুজনই কোলাকুলির পর ইসলামের জন্য কাজ করার অঙ্গীকার করেন।
সকাল সাড়ে আটটায় আজাদ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে আল্লামা মাহমুদুল হাসান মুসলিমদের উদ্দেশ্যে হেদায়েতের পেশ বয়ান করেন এবং নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য মুনাজাত করেন।
ঈদ শান্তি ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তোলে