শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


'ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার আহ্বান'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদ জামাতে মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

শুক্রবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে তিনি এ আহ্বান জানান।

বেনজীর আহমেদ বলেন, এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরবাসীকে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার অনুরোধ জানাচ্ছি। এ সময় পাশাপাশি প্রয়োজন না হলে খাবার পানিও না আনার পরামর্শ দেন তিনি।

জাতীয় ঈদগাহসহ ৪১০টি স্থানের ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান র‌্যাব মহাপরিচালক।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ