শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৪ মাঘ ১৪৩১ ।। ৯ শাবান ১৪৪৬

শিরোনাম :
আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জুলাই গণ-অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয়: মুফতি ফয়জুল করীম ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল শেখ হাসিনা দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন: প্রধান উপদেষ্টা বাকৃবির বঙ্গবন্ধু হলের নাম ‘মাওলানা ভাসানী’ রাখলেন শিক্ষার্থীরা ‘পরাধীনতার কারণেই বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে’ ‘ফ্যাসিবাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না’ হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কমিটি গঠন নারায়ণগঞ্জ জেলায় এডুকেশন গাইডলাইন মজলিস অনুষ্ঠিত  সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু

বেফাকের ৪০তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে যারা (মহিলা)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪০তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দুপুর সাড়ে বারোটা নাগাদ এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে মহিলা বিভাগে যারা মেধা তালিকার শীর্ষে রয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করা হলো। এখানে মহিলা বিভাগের ৬ স্তরে মোট ১৭৫ ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছেন। এর মধ্যে কিতাব বিভাগের ৪ স্তর থেকে ১৬৯ জন।হিফজুল কুরআনে ৪ জন এবং কেরাত ও তাজবিদুল কুরআন বিভাগ থেকে ২ মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। এখানে কিতাব বিভাগের শুধু শীর্ষ  পাঁচ মেধাবীর নাম প্রকাশ করা হলো।

মারহালা : ফযীলত
ফযীলত স্তর থেকে মোট ২৪ জন ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছেন। শীর্ষ পাঁচজন হলেন,
১ (ক) : মুছাঃ হাসফা খাতুন (৪৪৬৭)
জামিয়া ইমদাদিয়া মাদানীনগর (মহিলা মাদরাসা), মাদানীনগর, মনিরামপুর, যশোর।
প্রাপ্ত নম্বর : ৬৪৪

২ (ক) : শামীমা আখতার (৬২৬০)
আয়েশা সিদ্দীকা মহিলা মাদরাসা, দত্তপাড়া, নরসিংদী সদর, নরসিংদী।
প্রাপ্ত নম্বর : ৬২৪

৩ (ক) : মোছাঃ তাজকিরা বেগম (৮২৩৭)
জামিয়া ফাতেমাতুজ জাহরা (রাঃ) দয়ামীর মহিলা মাদরাসা, দয়ামীর, উসমানী নগর, সিলেট।
প্রাপ্ত নম্বর : ৬২২

৪ (ক): মারইয়ার আফরীন (৫৪৬৯)
আল-মাদরাসা আল-মাদানিয়া আল-আরাবিয়া (মিরপুর মহিলা মাদরাসা), বস্নক-ত, পলস্নবী, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬১৬

৫ (ক) : তাসমিয়া আক্তার (৭১৩৪)
হযরত ফাতিমা রা. তালিমুদ্দিন মহিলা মাদরাসা, মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬১৪

মারহালা : সানাবিয়া উলইয়া
সানাবিয়া উলইয়া স্তর থেকে মোট ২৩ জন ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছেন। শীর্ষ পাঁচজন হলেন,

১ (ক) : ফাতিমা সা’দিয়া (৬২৬৭)
আল-মাদরাসা আল-মাদানিয়া আল-আরাবিয়া (মিরপুর মহিলা মাদরাসা), বস্নক-ত, পলস্নবী, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬৩০

২ (ক) : মাইমুনা (৫৬৪২)
আয়েশা সিদ্দীকা(রাঃ) কাওমী মহিলা মাদরাসা, স্বল্প মারিয়া, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
প্রাপ্ত নম্বর : ৬২৩

২ (খ) : উম্মে হাবিবা (৬২৬৩)
আল-মাদরাসা আল-মাদানিয়া আল-আরাবিয়া (মিরপুর মহিলা মাদরাসা), বস্নক-ত, পলস্নবী, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬২৩

২ (গ) : ফাতেমা ফেরদৌস (৬৬৯৬)
আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদরাসা, ৮৭-৮৮ জে এন শাহা রোড আমলিগোলা, লালবাগ, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬২৩

৩ (ক) : সানজিদা সাওদা (৮৩৩৯)
মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা), ৫৩ গলগন্ডা, মোমেনশাহী সদর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ৬১৯

৪ (ক) : ফাহমীদা হক (৬২৭৩)
আল-মাদরাসা আল-মাদানিয়া আল-আরাবিয়া (মিরপুর মহিলা মাদরাসা), বস্নক-ত, পলস্নবী, ঢাকা।

৫ (ক) : মোসাঃ সালমা আখতার (৫৭৬৪)
জামিয়া ইসলামিয়া মহিলা মাদরাসা, মুন্সিহাটি, কামরাঙ্গীর চর, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬১৪

৫ (খ) : তাহসিনা তাবাসসুম ফাহিমা (৯৬৩২)
জামিয়া আশরাফিয়া কওমী মহিলা মাদরাসা, সি-১৬, সেক্টর-৭, যশোর সদর, যশোর।
প্রাপ্ত নম্বর : ৬১৪

মারহালা : মুতাওয়াসসিতাহ
মুতাওয়াসসিতাহ স্তর থেকে মোট ৫৫ জন ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছেন। শীর্ষ পাঁচজন হলেন,

১ (ক) : তাযকিয়্যাহ নুসরা (২০৬১৬)
আয়েশা ছিদ্দিক্বা (রা) মহিলা মাদরাসা কমপেস্নক্স, ই.পি.জেড. রোড কুমিলস্না, কুমিলস্না সদর, কুমিলস্না।
প্রাপ্ত নম্বর : ৬৭৪

২ (ক) : ছাদিয়া মারাজান (১৯৭২৩)
মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা), ৫৩ গলগন্ডা, মোমেনশাহী সদর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ৬৬৮

২ (খ) : সাওদা (২০২৩৫)
সুফফাহ মহিলা মাদরাসা (মহেশপুর), জলীলপুর, মহেশপুর, ঝিনাইদহ।
প্রাপ্ত নম্বর : ৬৬৮

৪ (ক) : মোসাঃ উমামা (১১০০৫)
আয়শা সিদ্দীকা রা. বালিকা মাদরাসা, যাদুরচর, সাভার, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬৬১

৪ (গ) : সাদিয়া শারমিন (২০৬২৫)
আয়েশা ছিদ্দিক্বা (রা) মহিলা মাদরাসা কমপেস্নক্স, ই.পি.জেড. রোড কুমিলস্না, কুমিলস্না সদর, কুমিলস্না।
প্রাপ্ত নম্বর : ৬৬১

৫ (ক) : সুমাইয়া (২১২৮৮)
সিরাজুল উলুম মহিলা মাদরাসা, উত্তর সাটিরপাড়া, নরসিংদী সদর, নরসিংদী।
প্রাপ্ত নম্বর : ৬৬০

মারহালা : ইবতিদাইয়্যাহ
ইবতিদাইয়্যাহ স্তর থেকে মোট ৬৭ জন ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছেন। শীর্ষ পাঁচজন হলেন,

১ (ক) : মারিয়াম বুশরা (১২৬২৫)
রামপুরা জাতীয় মহিলা মাদরাসা, ৩১৭/৬, উলন রোড, পশ্চিম রামপুরা, খিলগাঁও, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬৭৮

২ (ক) : আবিদা সুলতানা (১৬২৯১)
নাসিরাবাদ তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসা, ১৮নং বগাবাড়ী, মোমেনশাহী সদর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ৬৭২

৩ (ক) মোছা: তানিয়া আক্তার (৩০৫৩৬)
আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদরাসা, আদিতমারী, আদিতমারী, লালমনির হাট।
প্রাপ্ত নম্বর : ৬৭১

৪ (ক) মোছা: লিমা আক্তার (৩০৫৩৯)
আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদরাসা, আদিতমারী, আদিতমারী, লালমনির হাট।
প্রাপ্ত নম্বর : ৬৬৯

৫ (ক) : উম্মে হাবিবা (১৫৮৮৮)
মাদ্রাসা আয়েশা সিদ্দীকা (রা:), ৮৩ ঢালকানগর, সূত্রাপুর, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬৬৫

৫ (খ) উমামা সুলতানা (১৬২৯৪)
নাসিরাবাদ তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসা, ১৮নং বগাবাড়ী, মোমেনশাহী সদর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ৬৬৫

৫ (গ) খাদিজা (২৬৯৬৮)
জামেয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মহিলা মাদ্রাসা, কাউতলী, বি-বাড়ীয়া সদর, বি-বাড়ীয়া।
প্রাপ্ত নম্বর : ৬৬৫

মারহালা : হিফযুল কুরআন
হিফজুল কুরআন থেকে মোট ৪ জন মেধা তালিকায় স্থান পেয়েছেন। তারা হলেন,

১ (ক) মোসা: তাকিয়া আক্তার (৯১৫১)
সায়ি্যদাতুন্নেসা বালিকা মাদরাসা, ৬/১৪ বস্নক-ই, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ১৯৯

২ (ঘ) : মোছা: রোকসানা (১১১৪৮)
ফজিলাতুন নেছা মহিলা মাদরাসা, রাজ বলস্নভপুর, শেরপুর সদর, শেরপুর।
প্রাপ্ত নম্বর : ১৯৮

২ (ঙ) :মোছা: জামিলা (১১১৪৯)
ফজিলাতুন নেছা মহিলা মাদরাসা, রাজ বলস্নভপুর, শেরপুর সদর, শেরপুর।
প্রাপ্ত নম্বর : ১৯৮

২ (গ) জান্নাতুল ফেরদাউস (৯৫২৬)
আল মাদরাসাতুল ইসলামিয়া লিল বানাত, শিলাশী, গফরগাওঁ, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ১৯৭

মারহালা : ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত
ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত স্তর থেকে মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ জন। তারা হলেন,
২ (খ) : মোছা: তাসমিনা আক্তার (৩৮১)
আল-জামিয়াতুল উম্মে হাবিবা কওমী মহিলা মাদরাসা, পূর্ব বড়ইকান্দী, ফুলপুর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ২২৪

৩ (গ) মোছা: হাজেরা আক্তার (৩৮৫)
আল-জামিয়াতুল উম্মে হাবিবা কওমী মহিলা মাদরাসা, পূর্ব বড়ইকান্দী, ফুলপুর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ১৯৭


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ