শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৪ মাঘ ১৪৩১ ।। ৯ শাবান ১৪৪৬

শিরোনাম :
আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জুলাই গণ-অভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয়: মুফতি ফয়জুল করীম ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল শেখ হাসিনা দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন: প্রধান উপদেষ্টা বাকৃবির বঙ্গবন্ধু হলের নাম ‘মাওলানা ভাসানী’ রাখলেন শিক্ষার্থীরা ‘পরাধীনতার কারণেই বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে’ ‘ফ্যাসিবাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না’ হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কমিটি গঠন নারায়ণগঞ্জ জেলায় এডুকেশন গাইডলাইন মজলিস অনুষ্ঠিত  সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে: নেতানিয়াহু

বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার ফল প্রকাশ: মেধা তালিকায় শীর্ষে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিদ্দীনিয়া (জাতীয় দীনি মাদরাসা শিক্ষাবোর্ড)-এর ফলাফল গত ১৮ রমযান বুধবার প্রকাশিত হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শরফুদ্দীন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্যবৃন্দ ফলাফলের কপি বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ এর হাতে অর্পণ করেন।

ফলাফল হাতে পেয়ে বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন এবং সুন্দর ও সুষ্ঠভাবে ফলাফল প্রকাশের জন্য ইমতেহান কমিটি ও সংশ্লিষ্ট কর্মকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বছরের পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ফযীলত, সানাবিয়্যাহউলিয়্যাহ, মুতাওয়াসসিতাহ, ইবতেদায়্যিাহ, হিফজ ও ইফতা বিভাগের প্রায় ২০০০ পরিক্ষার্থী অংশ নেয়।

এতে ফযীলত মারহালায় ১ম স্থান অধিকার করেছে মুহা. মুরশিদুল ইসলাম, জামি‘আ ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী, নরসিংদী। ২য় স্থান অধিকার করে, মুহা. মুহিব্বুল্লাহ, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম, আফতাব নগর, ঢাকা। ৩য় স্থান অধিকার করে, মুহা. মাহবুবুল আলম, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম, আফতাব নগর, ঢাকা। সানাবিয়্যা উলিয়্যাহ মারহালায় ১ম স্থান অধিকার করেছে মুহা. মুহাইমিনুল জান্নাহ, জামি‘আ ইকরা বাংলাদেশ।

২য় স্থান অধিকার করেছে, মুহা. নুরুদ্দীন আহমদ, আল জামিয়াতুইসলামিয়া ইদারাতুল উলূম, আফতাব নগর, ঢাকা, ৩য় স্থান অধিকার করেছে, মুহা. তাসলিম মাহমুদ, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম, আফতাব নগর, ঢাকা।

ছবিতে ১ম বর্ষপূর্তি উৎসব

মুতাওয়াসসিতাহ মারহালায়- ১ম স্থান অধিকার করেছে মুহা. সিরাজুল ইসলাম, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম, আফতাব নগর, ঢাকা, ২য় স্থান অধিকার করেছে (ক) মুহা. আতাউল্লাহ আরিফ, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম, আফতাব নগর, ঢাকা। (খ) মুহা. ইসহাক, জামি‘আ ইকরা বাংলাদেশ। ৩য় স্থান অধিকার করেছে মুহা. খাইরুল ইসলাম, জামি‘আ ইকরা বাংলাদেশ।

ইবতেদায়্যিাহ মারহালায় ১ম স্থান অধিকার করেছে মুহা. ফযলে রাব্বী, জামিয়াতুল ইসলাম আল মাদানিয়া। ২য় স্থান অধিকার করেছে মুহা. আব্দুল মান্নান, জামি‘আ আশরাফিয়া মাদরাসা ও এতীমখানা নূরের চালা, ৩য় স্থান অধিকার করেছে মুহা. জুবাইর আহমাদ, জামিয়াতুল ইসলাম আল মাদানিয়া।

মহিলা মাদরাসা
ফযীলত মারহালায় ১ম স্থান অধিকার করেছে মুছা. মাসরুরা, আল জামি‘আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা, ২য় স্থান অধিকার করেছে মুছা. সুমাইয়া জাহান, আল জামি‘আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা, ৩য় স্থান অধিকার করেছে মুছা. আমাতুল্লাহ মাইমুনা, আল জামি‘আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা।

সানাবিয়া উলইয়া মারহালায় ১ম স্থান অধিকার করেছে মুছা. নিশাত তাসনিম, আল জামি‘আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা, ২য় স্থান অধিকার করেছে মুছা. জাকিয়া সুলতানা, আল জামি‘আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা, ৩য় স্থান অধিকার করেছে মুছা. হানিফা, আল জামি‘আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা।

মুতাওয়াসসিতা মারহালায়১ম স্থান অধিকার করেছে মুছা. সুমাইয়া ইসলাম, আল জামি‘আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা, ২য় স্থান অধিকার করেছে মুছা, তামান্না সুলতানা ঝিনু, আল জামি‘আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা, ৩য় স্থান অধিকার করেছে মুছা. শাহিনুর তাসনীম, আল জামি‘আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা।

ইবতিদাইয়্যাহ মারহালায় ১ম স্থান অধিকার করেছে মুছা. তাহমিদা, তা‘লিমুল ইসলাম মহিলা মাদরাসা, নরসিংদী, ২য় স্থান অধিকার করেছে মুছা. সাদিয়া সুলতানা, ইমদাদুল উলূম রশিদিয়া মহিলা মাদরাসা, ৩য় স্থান অধিকার করেছে মুছা. আতিকা পারভিন মারিয়া, আল জামি‘আতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা।

বোর্ডের মহাসচিব মুফতি মুহাম্মদ আলী বোর্ডের চেয়ারম্যান ও সম্মানিত সদস্যবৃন্দ এবং সকল মাদরাসার মুহতামিম, আসাতিযায়ে কেরাম ও বোর্ডের প্রতিষ্ঠালগ্ন হতে ফলপ্রকাশ পর্যন্ত যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, সকলের আন্তরিকতা, আপ্রাণ চেষ্টা ও সহযোগিতা না হলে এত সল্প সময়ে এই বিশাল কাজ সম্পাদন করা প্রায় অসম্ভব ছিলো। তিনি বোর্ডের উন্নতি ও অগ্রগতির জন্য সকলের কাছে দুআর আবেদন করেন।

বেফাকের ৪০তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল বুধবার

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ