শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল্লামা ইউসুফ কারযাভিকে সালমান নদভির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সম্প্রতি সৌদি আরব বিশ্বের কয়েকজন মুসলিম স্কলার ও কাতার ভিত্তিক দাতব্য সংস্থাকে সন্ত্রাসী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আখ্যা দিয়ে রিপোর্ট প্রকাশ করে।  এর মধ্যে আল্লামা ইউসুফ কারযাভির নামও রয়েছে। বিষয়টি বিশ্বের অন্যান্য স্কলারদের মনক্ষুণ্ন করেছে।

শনিবার এ ঘটনার প্রেক্ষিতে ভারতের অন্যতম ইসলামি স্কলার সাইয়েদ সালমান হোসাইনি নদভি ড. ইউসুফ কারযাভির প্রতি সমবেদনা জ্ঞাপন করে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে তিনি লিখেন, হে ইমাম! আপনি সর্বসম্মত মতে মুসলিম উম্মাহর ইমাম। মুসলিম উম্মাহর সকল নেতৃবৃন্দ ও সংস্থাসমূহ বিনা সংশয়ে আপনাকে ইমাম নির্বাচন করেছে। যারা আপনার প্রতি সন্ত্রাসের নিসবত করছে তারা অন্যায় করেছে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করুন।

তিনি লিখেন, প্রাচ্য-পাশ্চাত্যের মুসলমানগণ আপনার সাথে রয়েছে। আল্লামা আবুল হাসান আলি নদভি বলেছেন, ইখওয়ানুল মুসলিমিনের সদস্যদের বিরোধিতাকারী মুনাফিক, যারা তাদের ভালোবাসবে তারা মুমিন। আল্লাহই যথেষ্ট আপনার জন্য।

কাতারের অপরাধ ও আরব শাসকদের আবদার


সম্পর্কিত খবর