শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


একই ভবনে সেহরি ও ইফতারের জন্য তিন রকম সময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: ভবন একই কিন্তু ইফতার হয় ভিন্ন তিনটি সময়ে। খবরটি বেশ আশ্চর্যজনক হলেও এটিই সত্য।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় ইফতারের এই তিন রকম সময় চলে আসছে ২০১১ সাল থেকে!
১৬০ তলা বিশিষ্ট এ ভবনটির উচ্চতা দু'হাজার ৭২২ ফুট হওয়ায় ইফতারের সময়ে তৈরি হয় এই ভিন্নতা। ভবনটির নিচ তলা তথা ভূমিতে যখন সূর্য ডোবে ১৬০ তলায় তখনো সূর্যাস্ত হয় না।
ভূমির সূর্যাস্তের সময় থেকে তিন মিনিট পর সূর্যাস্ত হয় দু'হাজার ৭২২ ফিট উচ্চতার সেই ১৬০ তলায়। এ কারণেই পুরো ভবনটিতে তিনটি ভাগে ইফতারের সময় আসে।
ঠিক একই কারণে ১৬০ তলায় যখন সকাল হয় তার তিন মিনিট পর সকাল হয় নিচ তলায়।
এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ