শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

ইসলামী দলগুলোর সমন্বয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মাওলানা নেজামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, ইসলাম বিরোধী অপতৎপরতা রোধ ও ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্যে উলামায়ে কেরামকে ঐক্যের ধারণা পুনরুজ্জীবিত, বিকশিত ও কার্যকর করার প্রয়াস চালাতে হবে। তাঁদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে মিত্রশক্তি তৈরি করে।

তিনি বলেন, ইসলামী দলগুলোর সমন্বয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। সৃষ্টি করতে হবে চিন্তা ও কর্মের নতুনধারা। তৌহিদী জনতাকে জাগাতে হবে। ইসলামী চিন্তা-চেতনা দিয়ে জনসাধারণকে রূপান্তরিত করতে হবে সম্মিলিত মানবীয় শক্তিতে। কারণ অসংগঠিত জনতা কোনো বিপ্লব করতে পারে না। তাই ইসলামী দলগুলো নিজেদের দ্বারা নেতৃত্ব সৃষ্টি করে, সেই নেতৃত্বের দ্বারা সংগঠিত হয়ে কাজ করলে অসাধ্য সাধন করা যাবে। তাই আজ ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে নজিদিরে পায়ে দাঁড়াতে হবে। তিনি বলেন, ইতিহাসে দেখা যায়, কোনো ইস্যু সৃষ্টি হলে উলামায়ে কেরাম বিক্ষোভে কিংবা অভ্যূত্থানে ফেটে পড়ে সাময়িকভাবে ঐক্যবদ্ধ হয়। কিন্তু অবস্থার চাপ যখন থাকেনা তখন ঐক্যের স্থলাভিষিক্ত হয় অনৈক্য।

আজ ১১ জুন রবিবার রাজধানীর হোটেল ইম্পেরিয়ালে ইসলামী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মাহফিলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, মূর্তি চিরতরে উচ্ছেদ করতে হবে এবং মূর্তির পক্ষাবলম্বনকারী মন্ত্রীদের অপসারণ করতে হবে। তিনি বলনে সুলতানা কামাল গংদের মূর্তির পক্ষে ও মসজদি বিরোধী বক্তব্য জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। দেশে বলবৎ আইনেও এ ধরনের বক্তব্য নিষিদ্ধ। মুসলমানদরে ধর্মীয় অনুভতিতে আঘাতকারী সুলতানা কামালেরর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন তিনি।

মাহফিলে আরো বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ্ আতাউল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, এনডিএফের আহবায়ক শেখ সালাউদ্দীন সালু, মুসলিমলীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন। উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দিন, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সাংগঠনিক সচিব মুফতী সাখাওয়াত হোসাইন, বিএনজেপির চেয়ারম্যান ফয়েজ চৌধুরী, ফরায়েজি জামাতের মাওলানা আজিজুর রহমান, খেলাফত মজলিসের মাওলানা আতাউল্লাহ আমিন, জমিয়তে উলামায়ে ইসলামের মোস্তফা মঈনুদ্দিন খান, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা ফারুক আহমদ, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা এ.কে.এম আশরাফুল হক, মাওলানা আনছারুল হক ইমরান, ছাত্র খেলাফতের সভাপতি খোরশেদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।

একটি প্রতিশ্রুতি ও সম্ভাবনা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ