বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


রাজশাহীতে ফিতরা সর্বনিম্ন ৫০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে নির্ধারিত হয়েছে আলাদা ফিতরা। এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

বৃহস্পতিবার (৮ জুন রাজশাহী জামেয়া ইসলামিয়া শাহমখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত আলীর সভাপতিত্বে ফিতরা নির্ধারণ বৈঠকে রাজশাহীর জন্য আলাদা এ ফিতরা নির্ধারণ হয়।

সভায় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহউদ্দিন ও বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হাসান আক্তারসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরাম, মুফতি,মুহাদ্দিস এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৩০ টাকা কেজি দরে এক কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য হিসেবে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। তবে কিশমিশ বা খেঁজুরের দাম ধরেও ফিতরা আদায় করা যাবে। রাজশাহীর স্থানীয় বাজারে তিন কেজি ৩০০ গ্রাম খেঁজুর অথবা সমপরিমাণ কিশমিশের মূল্যে ফিতরা আদায় করা যাবে। এ হিসেবে কিশমিশের দাম প্রতি কেজি ২৬০ টাকা ধরে ৮৫৮ টাকা অথবা খেঁজুর প্রতিকেজি ২০০ টাকা ধরে ৬৬০ টাকা সর্বোচ্চ ফিতরা আদায় করা যাবে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ