আওয়ার ইসলাম : কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা-এর ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে অব্যাহত হ্যাকিং প্রচেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে। নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে এ দাবি করা করেছে সংবাদমাধ্যমটি।
খবরে বলা হয়, গত মাসে কাতারের সরকারি সংবাদ সংস্থাটি হ্যাক করা হয়েছিল এবং দেশের শাসককে দোষারোপ করে কিছু মিথ্যা বক্তব্য পোস্ট করা হয় যা অন্যান্য আরব উপসাগরীয় দেশগুলির সঙ্গে তিক্ততা ছড়িয়ে পড়েছে।
গত সোমবার সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। কাতার নিউজ এজেন্সিতে ওই বক্তব্য পোস্ট হওয়ার পরই দেশগুলো দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বলে খবরে বলা হয়।
হ্যাকারদের দ্বারা নিরাপত্তা ভঙ্গের পর কাতার সরকার বিষয়টি তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি দলকে ডাকে। দলটি দোহায় এসেছিল। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তদন্ত সম্পন্ন হওয়ার পর এটি প্রতিবেদন প্রকাশ করবে, তবে কখন সে প্রতিবেদন দেওয়া হবে- তা বলা হয়নি।
-এআরকে