শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


শাহনূর শাহীন-এর দুটি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এলো রমজান

এলো ফিরে রমজান
ফিরে মাহে রমজান
দিয়ে যায় বার্তা
করো নিজ কুরবান
খোদার রাহে চলো পথ অবিরাম
মাহে রমজানের এই পয়গাম।

উপবাস নয় এতো
শরীরের ত্যাগ সেতো
ক্রোধ ক্ষোভ লালসা
ভুলে গিয়ে হতাশা
রহমত চেয়ে নাও প্রশস্ত পাজরে
রমজানে সব ছেড়ে প্রভুকেই ডাকোরে।

ঝেড়ে ফেলো অহমিকা
মুখোশের যবনিকা
হিংসা বিদ্বেষ
সব করো নিঃশ্বেষ
ধুয়ে মুছে পাক মাগ-ফেরাতের চাদরে
পাপ মুছে ঝড়ে যাক নাজাতের আদরে।

সংযমী হও

রমজানের ঐ দীপ্ত আলো
নাও হে মুমিন অন্তরে
প্রভুর প্রেমের নূরের বাতি
দাও জ্বালিয়ে মমতরে।

ত্যাগ তিতিক্ষা সংযমী হও
নাও দীক্ষা রমজানের
ভালোবাসায় সিক্ত করো
দ্বার খুলে দাও সব প্রাণের।

অহংকারের অগ্নি শিখা
দাও নিভিয়ে নম্রতায়
পবিত্রতার পরশ দিয়ে
আপন করো ভদ্রতায়।

মাগফেরাতের মহাক্ষণে
প্রভুর ক্ষমা লও ডেকে
নেক আমলের পূর্ণতাতে
পাপ চিহ্ন দাও ঢেকে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ