বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


এনেক্স ভবনের সামনে গ্রিকমূর্তি পুনঃস্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে নেওয়া গ্রিক দেবীর ভাস্কর্য বসানো হচ্ছে অ্যানেক্স ভবনের সামনে। শনিবার রাত ৮টা থেকে পুনঃস্থাপন শুরু হয়ে এখনো কাজ চলছে।

ত্রিশ জন কর্মী ভাস্কর্য পুনঃস্থাপনের কাজ করছেন বলে জানা যায়। ঘণ্টাখানেকের মধ্যেই ভাস্কর্যটি পুনস্থাপিত হবে বলে মিডিয়াকে জানিয়েছেন শিল্পী মৃণাল হক।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টার পর আদালত চত্তর থেকে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়। ইসলামপন্থী রাজনীতিক ও ধর্মপ্রাণ মানুষের দাবির মুখে ভাস্কর্যটি সেখান থেকে সরানো হয়।

সুপ্রিয়কোর্টের সামনে থেকে মূর্তিটি সরানোয় ইসলামী দলগুলো সরকারকে ধন্যবাদ জানিয়ে বায়তুল মোকাররম থেকে মিছিল করেছিল শুক্রবার। তারা মূর্তিটি অন্য কোথাও স্থাপন করা থেকেও সরকারকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন।

২য় বর্ষে আওয়ার ইসলাম; বর্ষপূতির নানা উদ্যোগ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ