শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন

`গণভবনে প্রধানমন্ত্রীকে করা অনুরোধ তিনি রক্ষা করেছেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যের নামে স্থাপিত গ্রিকমূর্তি সরিয়ে সরকার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে বলে অভিমত জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, স্বীকৃতির জন্য গণভবনে আয়োজিত আলেমদের বৈঠকে প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করেছিলাম, তা তিনি রক্ষা করেছেন। এ দেশের নাগরিক আমি এবং এদেশের আলেমসমাজসহ আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে আনন্দ ও পুলক অনুভব করছি। প্রধানমন্ত্রীর এই কর্মসাফল্যকে আলেমসমাজ একটি যৌক্তিক, প্রয়োজনীয় ও মুক্তিযুদ্ধের সপক্ষের সঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে। এতে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিই সংযুক্ত হবে।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। তাই বঙ্গবন্ধু কন্যাকে এ দেশের আলেমসমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই, সরকারের সব কলাকুশলি ও সুপ্রিমকোর্ট কর্তৃপক্ষকে।

ন্যায়বিচারের প্রতীকের নামে এই্ থেমিস দেবিকে পুনঃস্থাপনের চিন্তা না করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আমরা ভাস্কর্যের বিরোধী নই। ভাস্কর্যের নামে মূর্তিস্থাপন কোনোভাবেই কাম্য নয়, ঠিক নয়। এরকম যেকোনো কাজে এ দেশের আলেমউলামা, ধর্মভীরু মানুষের রুচিবোধের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করা উচিত বলে আমরা মনে করি।

আজ শনিবার দুপুরে বাংলাদেশ জমিয়তুল উলামার প্রচার সম্পাদক মাসউদুল কাদির স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসউদ এসব কথা বলেন।

সব ধর্মের প্রতি সম্মান দেখাতেই মূর্তি সরানো হয়েছে: আইনমন্ত্রী

মূর্তি সরানোয় শীর্ষ ইসলামি রাজনীতিবিদগণ যা বললেন

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ