সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’

আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। আমরা নিয়মতান্ত্রিকভাবে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে নির্বাচন করতে চাই। ৩০০ আসনেই আমাদের প্রার্থী দিতে চাই। আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই।'
মঙ্গলবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, এসব কথা বলেন।
এ সময় এরশাদ বলেন, 'বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। এর বাকি আছে আরও ১২ বছর। আমরা তাদের একটা কথাও বলিনি।' আওয়ামী লীগের কোনো কোনো নেতা বলছেন বেগম জিয়া তাদের কথা নকল করে ভিশন দিয়েছেন উল্লেখ্য করে তিনি বলেন, 'কত কথাই না হচ্ছে।
আওয়ামী লীগ যেন ভীত হয়ে গেছে। রাজনীতিতে বাকযুদ্ধ চলছে। একদিকে প্রাকৃতিক তীব্র দাবদাহ, অন্যদিকে রাজনীতিতেও তাপদাহ। রাজনীতিতে বাকযুদ্ধ চলছে।'
জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন রিন্টুর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, মজিবর রহমান সেন্টু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আকতার, কাজী ফিরোজ রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এসময় জেলা-নগর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ