শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


রমজানে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের ভ্রাম্যমাণ আদালত চালু রাখার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমজান মাসে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের জন্য ভ্রাম্যমাণ আদালত চালু রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার রাতে টাঙ্গাইল সার্কিট হাউজে বিচার বিভাগীয় সম্মেলনে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের প্রতি এ আহবান জানান।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, জেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) জমিজমা সংক্রান্ত বিষয়ে বেশি দুর্নীতি করছে তা খতিয়ে দেখারও নিদের্শ দেন জেলা প্রশাসকদের। তিনি বলেন, আইন প্রণয়নের সময় বিচারকদের সাথে রাখলে আইনে এত গড়মিল থাকতো না। এতে করে মামলার জটও কমে আসতো। তাই যারা আইন প্রণয়ন করেন তারা যেন বিচার বিভাগকে সাথে রেখেই আইন করেন।

টাঙ্গাইলের সিনিয়র জেলা জজ মোঃ রবিউল হাসান এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ মো. মাহবুব আলম, স্পেশাল জেলা জজ ওয়াহেদুজ্জামান সিকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খালেদা খানম, জেলা এডভোকেট বার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ সময় টাঙ্গাইলের বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী ও সাংবাদিকসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কওমি স্বীকৃতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুন্নী জামাতের রিট


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ