বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


স্ত্রীর জন্য স্বামীর মোবাইল ফোনে আঁড়িপাতা বৈধ নয়: সৌদি মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এক সময় স্ত্রীরা স্বামীর পকেট চেক করতো আর এখন চেক করেন মোবাইল ফোন। কিন্তু স্বামীর মোবাইল ফোন চেক করার কারণে স্বামী-স্ত্রীর বোঝাপড়া নষ্ট হচ্ছে এবং সংসার ভাঙ্গছে এমন অভিযোগে সৌদি আরবের একজন সিনিয়র মুফতি স্ত্রীর জন্য স্বামীর মোবাইল ফোনে আঁড়িপাতা এবং মোবাইল ফোন চেক করার নিষিদ্ধ ঘোষণা করেন।

সৌদি আরবের উচ্চতর ধর্মীয় পরিষদের সিনিয়র স্কলার শায়খ আবদুল্লাহ মুতাল্লাক বলেছেন, স্বামীর মোবাইল ফোনে আঁড়িপাতা এবং তা চেক করা গোয়েন্দাগিরি শামিল। স্ত্রীর জন্য তা কখনো বৈধ হবে না। একইভাবে পুরুষও তার স্ত্রীর মোবাইল ফোনে আঁড়িপাততে পারবে না এবং চেকও করতে পারবে না।

তিনি আরও বলেন, স্বামীর মোবাইল ফোন চেক করলে স্ত্রীর চোখে এমন কিছু পড়তে পারে যা তার আনন্দের কারণ হবে না। তিনি গোপনে খোঁজ রাখাকে অবৈধ বলেন।

এক টিভি অনুষ্ঠানে শায়খ আবদুল্লাহ বলেন, স্বামী স্ত্রী উভয়ের উচিৎ মন্দ ধারণা থেকে বেঁচে থাকা। কারণ, মন্দ ধারণা শুধু অবিশ্বাসই তৈরি করে।

পুরুষের স্বর্ণ ব্যবহার প্রসঙ্গে ইসলাম কী বলে

ধর্ষণ থেকে বাঁচতে নারীর জন্য অস্ত্র ব্যবহার কি জায়েজ?

তাদের উচিৎ পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দাম্পত্য জীবনকে দৃঢ় করা।

তিনি বলেন, স্বামীর পরীক্ষা নিবেন না। সমাজের ২০ ভাগ তালাকের কারণ স্ত্রী কর্তৃক স্বামীর মোবাইল ফোন অনুসন্ধান বা চেক।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ