শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পটিয়ায় পুলিশের সঙ্গে সুন্নি সম্প্রদায়ের সংঘর্ষ; আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সুন্নি সম্প্রদায়ের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শান্তির হাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার পটিয়ার শান্তির হাটে একটি ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার আয়োজকরা সেখানে মঞ্চ তৈরি করতে গেলে সুন্নি সম্প্রদায়ের লোকজন আয়োজকদের ওহাবি মতাদর্শী  অভিযোগ তুলে সমাবেশ করতে বাধা দেয়। এসময় পুলিশ সুন্নি সম্প্রদায়ের লোকজনকে নিবৃত করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়।

সংঘর্ষের সময় সুন্নি সম্প্রদায়ের লোকজন চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বেশ কিছু গাড়ি ভাংচুর করে বলেও জানায় পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ বলেন, ‘সুন্নি সম্প্রদায়ের লোকরা ওহাবি সম্প্রদায়ের সমাবেশের মঞ্চ ভাঙচুর করতে গেলে পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করে। এসময় তারা পুলিশের ওপর হামলা করলে তিন পুলিশ সদস্য আহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওহাবিদের সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে আসছিল সুন্নি সম্প্রদায়ের লোকজন। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় তারা ওহাবিদের সমাবেশের মঞ্চ ভাঙচুর করতে যায়। এসময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

এ ঘটনায় পুলিশ সুন্নি সম্প্রদায়ের কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে আটকের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ