সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

কুপিয়ে আহত করা ইমামের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের কোপে আহত ইমাম মোস্তাফিজুর রহমানের (২৮) জরুরি অস্ত্রোপচার চলছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মোস্তাফিজুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মোস্তাফিজুরকে ঢামেকে আনা  হয়। এর পর থেকেই জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন জেসমিন নাহার জানান, মোস্তাফিজুরের ঘাড়, পিঠ, বুকসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। এর মধ্যে ঘাড়ের আঘাতটি বেশি মারাত্মক। এখনো চলছে অস্ত্রোপচার। সার্বিকভাবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের খানপুর গ্রামের সোহাগী আহমদিয়া মুসলিম মসজিদে হামলায় গুরুতর আহত হন মোস্তাফিজুর।

ঢামেকে মোস্তাফিজুরকে নিয়ে আসা মোহাম্মদ সোলায়মান জানান, মোস্তাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলায়। দুই বছর ধরে তিনি ময়মনসিংহের ওই মসজিদে ইমামতি করেন। গতকাল রাতে এশার নামাজের আজান দেওয়ার পর মসজিদে ঢোকেন তিনি। এরপর চার দুর্বৃত্ত ভেতরে ঢুকে পেছন থেকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

কোপানোর একপর্যায়ে মোস্তাফিজুর দৌড় দিয়ে বাইরে বের হন। সেখানেও তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে তাঁর মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ