শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে কথা বলবেন হাসিনা-মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে  বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির কথা বলবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো কার্যসূচিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, বাসভবন গণভবনে বসে প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্স করবেন সন্ধ্যা ছয়টায়।

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ভারত সফরে যেসব বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলোর বিষয়ে অগ্রগতি এবং তিস্তার পানিবণ্টন চুক্তি প্রসঙ্গও প্রাধান্য পেতে পারে।

গত ৭ এপ্রিল চার দিনের সফরে ভারত যান প্রধানমন্ত্রী। সফরে মোট ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় বলে দেশে ফিরে জানিয়েছেন শেষ হাসিনা। এর মধ্যে চুক্তি ১১টি এবং বাকি ২৪টি সমঝোতা স্মারক। এসব চুক্তিতে আর্থিক বিষয়াবলী আছে মোট ৪০ হাজার কোটি টাকার।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ