শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


স্ত্রীর করা মামলায় কারাগারে পুলিশ অফিসার স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনায়  স্বামীর বিরুদ্ধে স্ত্রী রুমার করা  নারী নির্যাতন মামলায় অবশেষে চট্টগ্রামের পটিয়া থানা থেকে প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা রেফায়েত উল্লাহ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল আমিন বিপ্লব তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্ত্রী নাছরিন আক্তার রুমার দায়ের করা নির্যাতন মামলায় সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

জানা যায়, গত ১৮ জানুয়ারি খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা স্ত্রী রুমা তাকে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী রেফায়েত উল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন। গতকাল এ মামলার শুনানির দিন ধার্য ছিল। এর আগে শনিবার নির্যাতনের নানা বিবরণ তুলে ধরে স্বামী রেফায়েতের বিরুদ্ধে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন রুমা।

তিনি জানান, ১৯৯৯ সালের ৩০ সেপ্টেম্বর কুমিল্লার লাকসাম থানার সাতবাড়িয়া গ্রামের রেফায়েত উল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। দুই বছর আগে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা অবস্থায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে তার স্বামী কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন এবং হ্যাপী চৌধুরী নামে এক নারীর প্রতি আসক্ত হন। এর প্রতিবাদ করায় তাকে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন করেন রেফায়েত।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ