বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


যে ঘড়ি ঈমানের দাওয়াত দিতো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মদ ওসমান সাদেক : উসমানী খেলাফতের সোনালি যুগে প্রচলিত এই সেই ঘড়ি, যেটা মানুষকে শুধু টাইম উপহার দিত না , বরং তাকে ঈমান আমলের দিকেও দাওয়াত দিত।

তাওহীদ ও আল্লাহর একত্ববাদের দিকে আহবান করত।

জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, সচ্চরিত্র,মানবতা,ন্যায়পরায়ণতা সহ সকল মানবীয় গুণাবলির প্রতিও উৎসাহিত করত। সংখ্যা না লিখে তার জায়গায় এসব গুণগুলো লিখার পেছনে হেকমত ছিল মুলতঃ এটাই।

আহ্! ইসলামি শাসনের হিরন্ময় ইতিহাস ও তার কল্যাণময় অবদানগুলো আজ যেন শুধুই স্মৃতি।

একটি আরবি পেইজ থেকে নেয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ