শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বাহরাইনে ইসলামী অর্থব্যবস্থা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাহরাইন ডিস্কভার ইসলাম রিফা শাখার আয়োজনে "মানবতার কল্যাণে ইসলামী অর্থ ব্যবস্থা ও বাংলাদেশের ইসলামি ব্যাংক গুলোর ভুমিকা " শীর্ষক আলোচনা সভা ডিস্কভার বাংলাগ্রুপের চেয়ারম্যান শায়খ হারুন আযীযি নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত ঢাকা জামেয়াতুল আবরারের সিনিয়র উস্তাদ, শাহজালাল ইসলামি ব্যাংকের শরীয়া বোর্ডের সদস্য মুফতি শাহেদ রহমানী।

উদ্বোধনী বক্তব্য রাখেন বাহরাইনের বিশিষ্ট দাঈ মুফতি ওসমান সাদেক।

প্রধান আলোচক তার বক্তব্যে মানবতার কল্যাণে ইসলামি অর্থনীতির অবদান এবং বর্তমান ইসলামি ব্যাংক গুলোর লেনদেন বিষয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি তিনি শ্রোতাদের পক্ষ হতে ইসলামী ব্যাংকিং পদ্ধতির উপর আরোপিত বিভিন্ন জটিল প্রশ্নগুলোর সহজ ও সাবলীল ভাষায় উত্তর প্রদান করেন।

আলোচনা সভায় মাওলানা হাসান গাজী, মাওলানা আমীন, হাফেজ আব্দুল্লাহ,হাফেজ শিহাবুদ্দীন, ডাঃ জাকির,ম ইন্জিনিয়ার আব্দুলকুদ্দুস, হাফেজ কাসেম, আব্দুল কুদ্দুছ (ডিস্কভার) মুহাম্মদ ইমরান, সুলাইমান প্রমুখ নানান পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ