মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


মৎস্যমন্ত্রীকে উত্তেজিত জনতার জুতা প্রদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করতে বিজয়নগরে ঢোকার সময় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হককে জুতা প্রদর্শন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিজয়নগরে প্রবেশের সময় উপজেলার চান্দুরা এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের ছোঁড়া ইটের আঘাতে এ সময় নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতেয়াজ আহামেদের মাথা ফেটে যায়। তাকে চিকিৎসা দেয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে নেয়া হয়েছে।

এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাড. ছায়েদুল হকের অনুষ্ঠন নিয়ে প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় বিজয়নগরসহ জেলার চার উপজেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

শনিবার মধ্যরাতে বিজয়নগর, সদর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় ১৪৪ ধারা জারি করেন স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

শনিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় বিজয়নগরে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনেরও সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের উদ্বোধন ও সুধি সমাবেশ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাড. ছায়েদুল হককে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। তবে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোয় গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া মন্ত্রী ছায়েদুল হকের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন রোববার বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়।

ব্রাহ্মণবাড়িয়ার পানি সম্পদ মন্ত্রীকে ঠেকাতে হরতাল; ৪ উপজেলায় ১৪৪ ধারা


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ