বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না; ভারতের আইনমন্ত্রীর বক্তব্যে বিরুপ প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মুসলিম ভোটকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন। শুক্রবার রবিশঙ্কর প্রসাদ এক অনুষ্ঠানে বলেন, ‘এটা স্পষ্ট যে মুসলিমরা কখনো বিজেপিকে ভোট দেয় না। কিন্তু তাই বলে কী আমরা কোনো মুসলিমের সঙ্গে কখনো খারাপ আচরণ করেছি?’

তিনি আরো বলেন, ’১৩টি রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় সরকারে আমরা ক্ষমতায় আছি। কিন্তু চাকুরিজীবী বা ব্যবসার সঙ্গে যুক্ত কোনো মুসলিম অভিযোগ করতে পারবেন, যে আমরাতাদের সঙ্গে প্রতারণা করেছি?’

কেন্দ্রীয় মন্ত্রীর এ ধরণের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই আজ (শনিবার) বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রবিশঙ্কর প্রসাদের সমালোচনা করেছেন।

বিজেপি নেতা গিরিরাজ সিং কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের হয়ে সাফাই দিয়ে উনি সঠিক কথা বলেছেন বলে মন্তব্য করেন।

অন্যদিকে, কংগ্রেসের সিনিয়র নেতা শাকিল আহমেদ প্রশ্ন তুলে বলেন, ‘যদি মুসলিমরা বিজেপিকে ভোট না দেয় তাহলে মুখতার আব্বাস নাকভি, এম জে আকবর, শাহনওয়াজ হুসেনের মত নেতাদের দল রেখে দিয়েছে কেন?’

মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি রবিশঙ্করকে টার্গেট করে বলেন, ‘সংবিধান আমাদের অধিকার দিয়েছে, আপনারা দেননি। যদি আমরা এখানে অধিকার অর্জন করে থাকি তাহলে তা আপনাদের অনুগ্রহে নয়।’

সিপিএমের মহাসচিব সীতারাম ইয়েচুরি বলেন, ‘কোনো মন্ত্রী নয়, দেশের সংবিধান সকলের সমান অধিকার দেয়।’

খানিকটা চাপে পড়ে রবিশঙ্কর প্রসাদ আজ সাফাই দিয়ে বলেন, প্রত্যেক ভারতবাসী তা সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বা বঞ্চিত অংশ হোক না কেন, সকলের উন্নয়ন সরকারের অগ্রাধিকারে রয়েছে। উন্নয়নকে ভোট ব্যাংকের মাপদণ্ডে নিরূপণ করা হয় না।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ