মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে চলছে ইসলামী বাংলাদেশের জাতীয় মহাসম্মেলন। সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই হাজার হাজার মুসল্লি বায়তুল মোকাররম এলাকায় অবস্থান নেয়। ফলে পল্টন মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

দলটির প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম জানিয়েছেন, সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা সারাদেশ থেকে ঢাকায় এসেছেন।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম,  প্রেসিডিয়াম সদস্য  সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমির  মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব  মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে  ২০ এপ্রিলের মধ্যেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য সরাতে আল্টিমেটাম দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
 দ্রুত মূর্তি সরাতে চরমোনাই পীরের আল্টিমেটাম

দলটির  ২১ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা ছিল। পুলিশের অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমের সামনে নামাজের পর সমাবেশ করবে। সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

-এআরকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ