প্রকাশ্যে বাঘ জবাই করে খেল ভারতের নাগাল্যান্ড-মণিপুরের সীমনার গ্রামবাসী। এমনকি বাঘ জবাই করে কেটে দৃশ্য আপলোড করা হয় ফেসবুকে।
খোদ রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে এমন সময় এই ঘটনা হতবাক করেছে প্রাণী বিশেষজ্ঞদের।
ছবিগুলি এনটিসি-এর নজরে আসার পরে বন্যপ্রাণ অপরাধ দমন শাখাকে জানানো হয়েছে।
দুই রাজ্যের কাছেই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মণিপুরের সীমার মধ্যে বাঘটিকে হত্যা করা হয়। পরে লাগোয়া নাগাল্যান্ডের একটি গ্রামে নিয়ে গিয়ে তাকে কেটে খায় গ্রামবাসীরা। সেই ছবিই ফেসবুকে ছড়িয়ে পরে।
এনটিসি-র তরফে কমল আজাদ বলেন, গত বছর নাগাল্যান্ডে রয়্যাল বেঙ্গল থাকার কথা জানা গিয়েছিল। তবে তার ছবি মেলেনি। মণিপুরে রয়্যাল বেঙ্গল থাকার কথা আগে কখনওই শোনা যায়নি। তাই প্রকৃত ঘটনা সামনে আসা খুবই দরকার।
উল্লেখ্য রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু।
[ধর্মীয় স্থানের কাছে মদের দোকান রাখা যাবে না; যোগি আদিত্যনাথ]
[ভোটের রাজনীতিতে কওমি স্বীকৃতির ধাক্কা!]
[বাদশাহ ফয়সালকে যেভাবে হত্যা করা হয়]
এসএস/