আওয়ার ইসলাম : নামাজে সবার মনোযোগ সমান নয়। তাই ছোট ছোট ভুল অনেক সময় হয়ে যায় নামাজে। কখনো কখনো যান্ত্রিক ত্রুটির জন্যও নামাজে ভুল হয়ে যায়। যেমন মসজিদের মাইক নষ্ট হয়ে গেলো। তখন ইমামের তাকবির ঠিক মতো শুনতে না পারায় কেউ ইমামের আগে রুকু বা সেজদায় চলে গেলো। এমন ভুল হলে মুসল্লির নামাজ হবে কী?
উত্তর : জামাতে নামাজ পড়ার সময় ইচ্ছাকৃতভাবে ইমামের আগে রুকু সিজদা করা মাকরূহ। তবে অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত ইমামের সামান্য আগে উঠলে নামাজের ক্ষতি হবে না। অবশ্য মুক্তাদীগণের এ ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত।
দলবদ্ধভাবে হজ্জে গেলে নারীদের মাহরাম লাগবে কী?
উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতি ও শায়খে সানি, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।
এআরকে
সেন্ট ও বডি স্প্রে ব্যবহারের বিধান