জলকেলি উৎসবে দুর্ঘটনায় মিয়ানমারে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দেড় শতাধিক মানুষ।
চীনা মিডিয়া সিনহুয়া এ খবর জানিয়েছে।
গত শনিবার দেশটিতে ঐতিহ্যবাহী থিঙইয়ান উৎসবকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে।
উৎসবের সময় অধিক মদপান করে গাড়ি চালানো, ধর্ষণ, চুরি এবং সংঘবদ্ধ মারামারির কারণে ওই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পত্রিকা মায়ানমা আলিন।
গত বৃহস্পতিবার থেকে চলতি সপ্তাহের রোববার পর্যন্ত দেশটিতে এই উৎসব চলে। দেশের বিভিন্ন প্রান্তে জনগোষ্ঠি সম্মিলিতভাবে এই উৎসব পালন করে থাকে।
উল্লেখ্য, গত বছর এই উৎসব চলাকালীন সময়ে ৩৬ জন মানুষ নিহত এবং ৩১৬ জন আহত হয়েছিল।
ইবনে বতুতার দেখা হজরত শাহজালাল রহ.